Aditya
কলকাতা: উৎক্ষেপণের পর থেকে সফল ভাবেই এগিয়ে চলেছে ইসরোর তৈরি প্রথম সৌরযান আদিত্য এল১৷ এখনও পর্যন্ত চারবার কক্ষপথ পরিবর্তন করেছে সে। ১৫ সেপ্টেম্বর ভোররাতে চতুর্থবার পরীক্ষায় বসে আদিত্য। রাত ২টো নাগাদ (ইংরেজি মতে ১৫ তারিখ ভোররাত) সফল ভাবে কক্ষপথ বদল করে আদিত্য এল১। সেই সঙ্গে পৃথিবীর মায়া আরও একটু কাটিয়ে ফেলে ইসরোর এই মহাকাশযান। এরপর ১৮ সেপ্টেম্বর৷ আজ শেষবার কক্ষপথ বদল করে নিজের গন্তব্যের এগিয়ে যাবে আদিত্য৷ (Aditya )
সূর্যের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আদিত্য এল-১। পৃথিবীর চতুর্থ কক্ষপথ পরিয়ে গন্তব্য আজ শেষ কক্ষপথ পেরনোর পালা। মরিশাস, বেঙ্গালুরু এবং পোর্ট ব্লেয়ারে ইসরোর ‘গ্রাউন্ড স্টেশন’ থেকেই সৌরযান আদিত্য এল-১ কে পর্যবেক্ষণ করছেন ইসরোর বিজ্ঞানীরা। কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে আদিত্য এল-১ এর দূরত্ব এখন ১ লাখ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর ২৫৬X১২১৯৭৩ কিলোমিটার কক্ষপথে চক্কর কাটছে সে।
আদিত্য এল-১ এর গন্তব্য হল পৃথিবী ও সূর্যের মাঝামাঝি থাকা ল্যাগরেঞ্জ পয়েন্ট। এই পয়েন্টে গিয়ে পৃথিবী ও সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি ব্যালান্স হয়ে যায়। এই অঞ্চলে যে কোনও স্পেসক্রাফট স্বল্প জ্বালানিতে দীর্ঘসময় স্থির হয়ে থাকতে পারে। ওই পয়েন্ট থেকে সূর্যকে কাছ নিরীক্ষণ করাও সম্ভব। এই ল্যাগরেঞ্জ পয়েন্টে সূর্য ও পৃথিবীর আকর্ষণ সরাসরি পড়বে না স্পেসক্রাফ্টে। ফলে সেটি সূর্যের দিকে যেমন এগিয়ে যাবে না, আবার পৃথিবীর দিকে পিছিয়েও আসবে না। সূর্যের তেজও কোনও ক্ষতি করতে পারবে না৷ ল্যাগরেজ পয়েন্টে স্থির হয়েই সূর্যের ছবি তুলবে সে৷