কী সর্বনাশ! এবার সদ্যোজাত শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

কী সর্বনাশ! এবার সদ্যোজাত শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস

1884af81dbed6b9f105de47008792b0a

লন্ডন: লন্ডনে এক সদ্যোজাতের দেহে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব৷ জন্মের পরই করোনা ভাইরাস ধরা পড়ে তার শরীরে৷ এই শিশুটিই বিশ্বের সর্বকনিষ্ঠ করোনা আক্রান্ত রোগী বলে মনে করা হচ্ছে৷
বিশ্বের ১২০টি দেশে ছড়িয়েছে করোনা সংক্রমণ৷ মৃতদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ। শিশুদের সংখ্যা সেখানে অনেকটাই কম। ব্যতিক্রনী ঘটনাটি ঘটল ব্রিটেনে৷ তবে গত ফেব্রুয়ারি মাসে চিনে এক সদ্যোজাতের শরীরেও ভাইরাস মিলেছিল বলে দাবি ব্রিটিশ সংবাদপত্রের৷

ব্রিটিশ দৈনিকের খবর অনুযায়ী, ওই শিশুটির মা  নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এই সন্দেহে তাঁকে নর্থ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়৷  এর পরদিনই তিনি সন্তানের জন্ম দেন। তারপরেই তাদের রক্ত পরীক্ষা করা হয়। দুজনেরই দেহে নোভেল করোনা  ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়৷ দু’জনকে দুটি পৃথক হাসপাতালে রাখা হয়েছে। শিশুটি গর্ভস্থ অবস্থাতেই করোনা আক্রান্ত হয়েছিল না কি জন্মের পর, তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷

ব্রিটেনে ক্রমেই বাড়ছে করোনার প্রাদুর্ভাব৷ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন। মৃতের সংখ্যা ১১। রাজধানী লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন৷ ব্রিটেনের স্কটল্যান্ড ও দক্ষিণপূর্ব লন্ডন সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে করোনা। ওই দুই জায়গায় করোনা  আক্রান্তের সংখ্যা ৬০ ও ৮৩। এছাড়া উত্তর আয়ারল্যান্ডে আক্রান্ত হয়েছেন ২০ জন, ইয়র্কশায়ারে আক্রান্তের সংখ্যা ৪৪৷
এখনও পর্যন্ত মোট ১২০টি দেশে ১,৪০,০০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫০০০ মানুষের। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি চিনে। তার পরেই রয়েছে ইতালি ও ইরান। ভারতে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। করোনাকে ‘মহামারী’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *