টার্গেট বিশ বাও জলে! ভোটার তালিকায় নাম তুলতে ঘোর অনীহা রাজ্যের নতুন ভোটারদের

টার্গেট বিশ বাও জলে! ভোটার তালিকায় নাম তুলতে ঘোর অনীহা রাজ্যের নতুন ভোটারদের

কলকাতা: বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন থেকেই শুরু গিয়েছে রাজনৈতিক দলগুলি ‘ওয়ার্ম আপ’৷ ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও। কিন্তু দেখা যাচ্ছে নতুন প্রজন্মের একটা বড় অংশের ভোটার তালিকায় নাম তোলাতে অনীহা৷ যা নিয়ে চিন্তায় পড়েছে কমিশনের কর্তারা।

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা যাচ্ছে, যত সংখ্যক যুবক-যুবতী ভোটার তালিকায় নাম তুলবেন বলে ভাবা হয়েছিল, বাস্তব তার চেয়ে ভিন্ন৷ অনুমানের চেয়ে অনেক কম নাম উঠেছে। লোকসভা বা বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় নাম তোলা নিয়ে এমন অনীহা এর আগে কখনও দেখা যায়নি বলেই দাবি জেলার আধিকারিকদের। ২৪ নভেম্বর এই সংক্রান্ত এক বৈঠকে বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। নতুন নাম তোলার জন্য হাতে আর মাত্র ১০-১২ দিন রয়েছে। নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার জন্য বিএলও (বুথ লেভেল অফিসার)-দের তাই আরও তৎপর হতে হবে ববে নির্দেশ নির্বাচন কমিশনের। 

কতজন নতুন ভোটারের নাম তালিকায় উঠতে পারে, সেই হিসের পেতে বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছিলেন বিএলওরা। জেলাভিত্তিক সেই রিপোর্ট কমিশনে জমা দেওয়া হয়৷ তাতে দেখা যায়, রাজ্যে বর্তমানে সতেরো এবং আঠারোর্ধ্ব তরুণ-তরুণীর সংখ্যা প্রায় সাড়ে ১৫ লক্ষ। অথচ এখনও পর্যন্ত ভোটার তালিকায় নাম উঠেছে মাত্র সাড়ে ৭ লক্ষের৷ অর্থাৎ অর্ধেক তরুণ-তরুণীই তালিকায় নাম তোলেনি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *