কলকাতা: করোনা পরিস্থিতির মোকাবিলায় বিরোধীদের দাবি মেনে এবার সর্বদল বৈঠকের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার নবান্নে ওই বৈঠক হবে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ঐদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও স্থগিত রাখা হয়েছে।সর্বদল বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাহায্য চাইতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর। একইসঙ্গে করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাও তাদের জানানো হবে।
দিন কয়েক আগে বিধানসভার অধিবেশন চলাকালীন করোনা পরিস্থিতি মোকাবিলায় বিঝানসভায় আলোচনা চেয়েছিল বিরোধী বাম ও কংগ্রেস। কিন্তু পরিস্থিতির জেরে অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ায় কোন আলোচনা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে সব বিরোধ দূরে সরিয়ে রেখে এক জোট হয়ে পরিস্থিতি মোকাবিলা করার বার্তা দেওয়া হচ্ছে কেন্দ্র – রাজ্য উভয় প্রশাসনের তরফে।তারই অঙ্গ হিসাবে শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছিয়ে নেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই পথে হেঁটে রাজ্যের সব দলকে নিয়ে বৈঠক ডাকলেন মমতা।জানা গিয়েছে আগামী সোমবার বিকেল ৪ টেয় নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য সব বিরোধী দলের নেতৃত্বকে চিঠি পাঠানো হচ্ছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ওইদিনই রাজ্য মন্ত্রিসভার বৈঠকও হওয়ার কথা ছিল।পরিস্থিতির প্রেক্ষিতে তা পিছিয়ে করা হয়েছে ৩১ মার্চ।
শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে এখন করুন আক্রান্তের সংখ্যা ২৭০, মৃত্যু হয়েছে ৫ জনের। এতদিন পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল শূন্য। আতঙ্ক বেড়েছে তার কারণ এখন বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৩। সমগ্র পরিস্থিতিকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে এই সর্বদল বৈঠক নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন বিরোধীরাও।আগেই রাজ্যের বাম-কংগ্রেসের তরফে বলা হয়েছিল তারা কেন্দ্র-রাজ্য সরকারকে সহযোগিতা করবে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রাজনীতি হওয়া কাম্য নয় বলে জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
অন্যদিকে করোনা পরিস্থিতির প্রেক্ষিতে নবান্নে বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের আপৎকালীন যোগাযোগ কেন্দ্র খোলা হয়েছে। যা জনগণের জন্য দিবারাত্রি খোলা থাকবে বলে জানানো হয়েছে। টোল ফ্রি নম্বর ১০৭০ বা ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরে ওই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে।