বিতর্ক সরিয়ে বিশ্বভারতীতে বসল নতুন ফলক, জুড়ল রবি ঠাকুরের নাম

বিতর্ক সরিয়ে বিশ্বভারতীতে বসল নতুন ফলক, জুড়ল রবি ঠাকুরের নাম

new plaque

শান্তিনিকেতন: ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পরই বিশ্বভারতীর বাগানে একটি ফলক লাগিয়েছিলেন প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই ফলক ঘিরেই বিতর্কের সূত্রপাত৷ কারণ, বিশ্বভারতীতে যে ফলক বসানো হয়েছিল, তাতে প্রধানমন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদী এবং তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম লেখা থাকলেও ছিব না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম৷ যার প্রতিবাদ জানিয়েছিল তৃণমূল৷ আর তৃণমূলের সেই প্রতিবাদ মঞ্চে হাজির হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা৷ অবশেষে বুধবার সেই বিতর্কিত ফলক ভেঙে দেওয়া হল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে আগেই এই বিতর্কিত ফলক সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার সন্ধের মধ্যেই সেই ফলক সরানোর কাজ শেষ করা হয়৷  

সেই সঙ্গে বসেছে নতুন ফলকও৷ তাতে লেখা রয়েছে, ‘‘বিশ্বের সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণার্থে শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যে সারণিতে অন্তর্ভুক্ত হয়েছে। এই সারণিতে অন্তর্ভুক্তি শান্তিনিকেতনের বিশ্বজনীন সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব সুনিশ্চিত করে এবং বিশ্ব মানবতার স্বার্থে এটির সুরক্ষা আবশ্যক।’’ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম-সহ শান্তিনিকেতনের সংক্ষিপ্ত বিবরণ৷ বাংলা, ইংরেজি, হিন্দি তিনটি ভাষাতেই নতুন ফলক লেখা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 12 =