নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ঢুকতে ইতিমধ্যেই গোটা দেশের একাধিক শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে৷ সংক্রমণ রুখতে এই পদক্ষেপ উল্লেখযোগ্য বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ করোনা পরিস্থিতি রুখতে যখন গোটা দেশ গৃহবন্দি, ঠিক তখন বিচারাধীন বন্দিদের শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছে দেশের শীর্ষ আদালত৷
জেলে বন্দিদের ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত৷ রাজ্যগুলিকে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বন্দিদের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দিদেরকে কিছু সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া যায় কি না তা নিয়ে বিবেচনা করতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ ৭ বছরের কম সাজাপ্রাপ্তদের প্যারোলে মুক্তি দেওয়া যায় কি না, ছোট অপরাধীদের ৬ সপ্তাহ প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে৷ গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখুক লিগাল সার্ভিস অথরিটি৷ এই মর্মে আজ পর্যবেক্ষণ জানিয়েছে দেশের শীর্ষ আদালত৷
আদালতের কাজ স্তব্ধ থাকায় প্যারোলে মুক্তি মিলছে না৷ করোনার জেরে বন্দিদের সঙ্গে পরিবারের সাক্ষাতে জারি হয়েছে নিষেধাজ্ঞা৷ প্যারোলে মুক্তি ও পরিবারের সদ্যদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে ইতিমধ্যেই দফায় দফায় তাণ্ডব চালিয়ে দমদম সেন্ট্রাল জেলের বন্দিরা৷ প্রেসিডেন্সি জেলেও তৈরি হয় উত্তজনা৷ এবার এই পরিস্থিতি সুপ্রিম কোর্টের আর্জি মেনে আদৌ রাজ্য সরকার মেনে নেয় কি না, সেদিকে তাকিয়ে বন্দিরা৷