ফের দক্ষিণের আকাশে নিম্নচাপের ভ্রুকুটি, পুজোয় কেমন থাকবে বাংলা? new low-pressure system

new low-pressure system কলকাতা: নিম্নচাপ সরেছে৷ বৃষ্টি থেমে আকাশে এখন ঝলমলে রোদ৷ কিন্তু ডিভিসি-র জলে বানভাসি রাজ্যের একাধিক জেলা। এই পরিস্থিতিতে ফের উদ্বেগের খবর শোনাল…

new low-pressure system

new low-pressure system

কলকাতা: নিম্নচাপ সরেছে৷ বৃষ্টি থেমে আকাশে এখন ঝলমলে রোদ৷ কিন্তু ডিভিসি-র জলে বানভাসি রাজ্যের একাধিক জেলা। এই পরিস্থিতিতে ফের উদ্বেগের খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। অক্টোবর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ফের বৃষ্টিতে ভিজবে বাংলা৷ নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ৷ অর্থাৎ এবারের পুজো মাটি হতে পারে প্রকৃতির খামখেয়ালিপনায়৷  (new low-pressure system)

 

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা new low-pressure system

হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গে জলীয়বাষ্পের পরিমাণ  বেশি থাকবে, ফলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ তবে সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি৷ নিম্নচাপের প্রভাবে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে৷

আরও পড়ুন-

পরিষ্কার হচ্ছে আকাশ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কি?

সরেছে নিম্নচাপ, আজ থেকেই কমবে বৃষ্টির দাপট

দুয়ারে নিম্নচাপ! রাতভর মুশলধারে বৃষ্টি,

ফের ঘনাচ্ছে নিম্নচাপ! কোন কোন জেলায় বেশি বৃষ্টি?

 

Weather: West Bengal weather update: After a brief sunny spell, heavy rains are expected in early October due to a new low-pressure system. Districts like Kolkata, Howrah, and Medinipur may experience thunderstorms. Stay prepared for potential disruptions during Durga Puja.