নয়াদিল্লি: ফের বিতর্কের কেন্দ্রে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। আরও একবার প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখতে সম্প্রতি নয়া আচরণবিধি জারি করেছে জেএনইউ কর্তৃপক্ষ। নয়া বিধিতে বলা হয়েছে, ক্যাম্পাসে ধর্না দিলেই পড়ুয়াদের মাথাপিছু ২০ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর কোনও পড়ুয়া যদি বিশ্ববিদ্যালয় চত্বরে মারামারি বা কোনও হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়েন, তবে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা দিতে হবে৷ এমনকি অভিযুক্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বহিষ্কারও করা হতে পারে। কেড়ে নেওয়া হতে পারে তাঁর যাবতীয় শিক্ষাগত শংসাপত্র।
আরও পড়ুন- মেঘালয়ে দ্বিতীয় স্থানে তৃণমূল, ত্রিপুরায় এগিয়ে বিজেপি, চলছে হাড্ডাহাড্ডি লড়াই
প্রসঙ্গত, দিল্লির এই বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরেই সংঘাতের আবহ রয়েছে। মারামারি, রক্তারক্তি বহুবার ঘটেছে। সম্প্রতি বিবিসি নির্মিত তথ্যচিত্র দেখানো নিয়েও লাল-গেরুয়া সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্যাম্পাস।
এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কার্যনির্বাহী সমিতি দীর্ঘ আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও সমিতির এক সদস্য সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার জন্য আপাতত নয়া বিধির একটা খসড়া তৈরি করা হয়েছে৷ আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশের কথায়, গত ৩ ফেব্রুয়ারি থেকেই নয়া বিধি চালু হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে নয়া শৃঙ্খলা বিধিতে ১৭টি ‘গুরুতর অপরাধে’র কথা বলা হয়েছে। তার মধ্যে আছে অবৈধ জমায়েত, জোরপূর্বক হস্টেল দখল করে রাখা, বিশ্ববিদ্যালয় চত্বরে অশালীন এবং আপত্তিকর শব্দ বলা কিংবা লেখা প্রভৃতির কথা বলা হয়েছে। নয়া বিধিতে আরও বলা হয়েছে যে, সংশ্লিষ্ট পড়ুয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে অভিযোগপত্র তৈরি করবে, তার একটা প্রতিলিপি অভিভাবকদের কাছেও পাঠানো হবে৷ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সময়ের পড়ুয়া তো বটেই, আংশিক সময়ের পড়ুয়াদের ক্ষেত্রেও এই বিধি তকার্যকর হবে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>