করোনা সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের

করোনা সংক্রমণ রুখতে নয়া নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা: ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাজ্য স্বাস্থ্য দফতর নতুন নির্দেশিকা জারি করেছে৷ চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীর যাবতীয় তথ্য সহ আইসিইউ এবং সিসিইউ’তে থাকা রোগীর সব ধরনের তথ্য দিনে চারবার আপডেট করতে হবে বলে নতুন নির্দেশিকায় জানানো হয়েছে৷

ইতিমধ্যে এই নির্দেশিকা রাজ্যের সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে আরও সক্রিয় করে তুলে চিকিৎসাধীন রোগীর পরিবারের যাবতীয় তথ্য সহ ফোন নম্বরও স্বাস্থ্য ভবনকে জানাতে হবে৷ এছাড়াও জেনারেল বেডে থাকা ক্রিটিক্যাল রোগীদের তথ্য দিনে দু’বার এবং সাধারন বেডে থাকা রোগীদের তথ্য দিনে একবার আবশ্যিকভাবে আপডেট করতে হবে বলে জানানো হয়েছে৷  করোনায় আক্রান্ত কোন রোগীর মৃত্যু হলে তা চার ঘণ্টার মধ্যে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে৷ পাশাপাশি বেলেঘাটা আইডি হাসপাতাল কর্মরত ১৬১ জন অস্থায়ী সাফাই কর্মী চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =