বিয়ে বাড়িতে হোক বা অনুষ্ঠান, নিমন্ত্রিতের সংখ্যা বেঁধে দিল নবান্ন

বিয়ে বাড়িতে হোক বা অনুষ্ঠান, নিমন্ত্রিতের সংখ্যা বেঁধে দিল নবান্ন

কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে জারি করা হয়েছে আংশিক লকডাউন৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ৷ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত বাজারে৷ এবার বিধি নিষেধ আরোপ করা হল বিয়েবাড়ি ও অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে৷ বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়েছে রাজ্য সরকার৷  

আরও পড়ুন- ফল ঘোষণার পরেই থেমে যাবে গুলির শব্দ, আসছে নতুন সরকার’, আত্মবিশ্বাসী দিলীপ

প্রতিদিন রাজ্যে রেকর্ড ভাঙছে করোনা৷ এই উদ্বেগজনক পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশ, বিয়ে বাড়ি বা অন্য কোনও অনুষ্ঠানে অতিরিক্ত জমায়েত করা যাবে না৷ ৫০ জনের বেশি অতিথি নিয়ে করা যাবে না বিয়ের অনুষ্ঠান৷ মেনে চলতে হবে করোনা বিধি৷ পাশাপাশি বলা হয়েছে, দোকান বাজার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে৷ এর পর আবার বিকেল ৩ থেকে ৫টা পর্যন্ত খোলা রাখা হবে৷ তবে অত্যাবশ্যকীয় পণ্য ও জরুরি পরিষেবাগুলিকে আংশিক লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে৷ নবান্নের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, মুদিখানা ও ওষুধের দোকান খোলা থাকবে। ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবা প্রদানকারী দোকান বা ওষুধের দোকানকেও।  যাবতীয় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আপাতত নিষিদ্ধ করা হয়েছে। তবে হোম ডেলিভারি বা বাড়িতে দুধ পৌঁছনোর ক্ষেত্রেও কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

আরও পড়ুন- নন্দীগ্রামে মমতার বাড়ির সামনে পুড়ল তৃণমূলের পতাকা-ফেস্টুন, পৌঁছল ১ কোম্পানি বাহিনী

অন্যদিকে, ফল ঘোষণার পর কোনও রকম জমায়েত করা যাবে না বলে জানিয়েছে কমিশন৷ কোনও রকম জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + eleven =