বিপাকে ‘বাঘ’, শাহাজানের বিরুদ্ধে নয়া মামলা করে তল্লাশি অভিযান শুরু ইডি-র

বিপাকে ‘বাঘ’, শাহাজানের বিরুদ্ধে নয়া মামলা করে তল্লাশি অভিযান শুরু ইডি-র

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

fir

কলকাতা: নতুন করে বিপাকে সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান৷ পলাতক তৃণমূল নেতার বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করল ইডি৷ তার ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই  তাঁর ঘনিষ্ঠদের ঠিকানায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকে হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ মোট ছ’জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইডি সূত্রের খবর, শাহজাহানকে আরও একবার ডাকা হতে পারে৷

সূত্রের খবর, আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যবসায় ‘অনিয়ম’ নিয়ে নতুন করে একটি ইসিআইআর বা অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই এদিন সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করে৷ এছাড়াও জমি-ভেড়ির টাকা বিনিয়োগে বেনিয়ম ছিল কিনা, সীমান্ত পেরিয়ে মাছ পাচার হত কিনা, সব দিকটাই খতিয়ে দেখতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 8 =