হায়দরাবাদ: বাজারে এসে গেল অত্যাধুনিক ইলেক্ট্রনিক বাইক। লাইসেন্স ছাড়াই এই বাইক চালানো যাবে। এই বাইকের প্রস্তুতকারক সংস্থা হল হায়দরাবাদের অটোমোবাইল স্টার্টআপ। বাইকটির নাম দেওয়া হয়েছে, 'অটম ১.০'। কিছুটা ক্লাসিক গড়ন করা হয়েছে অটমে'র। ভারতে ক্রমশ বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এককথায়। তাই তাদের কথা মাথায় রেখেই এই নয়া আবষ্কার সংস্থার, যেখানে শুধুমাত্র ব্যাটারিতেই চলবে এই গাড়ি।
ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে ৪ ঘণ্টা, এমনটাই জানিয়েছে সংস্থা। লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ চার্জ হয়ে গেলে এই গাড়ি ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে বলে জানিয়েছে সংস্থা। তারা আরও জানিয়েছে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে মাত্র ১ ইউনিট কারেন্ট যথেষ্ট। অর্থাৎ ইউনিট প্রতি বিদ্যুৎ এর দাম ভারতে ৭ থেকে ১০ টাকা। এই ন্যূনতম মূল্যেই বাইক সওয়ার করা যাবে এবার।
বিশ্বের বাজারেও ইলেক্ট্রিক গাড়ির চাহিদা বাড়ছে ক্রমশ। সেখানে মাত্র তিন বছরের প্রচেষ্টায় এই গাড়ি নির্মান করেছে হায়দরাবাদের সংস্থা। ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছুটতে পারে এই বাইক। পাশাপাশি এলইডি লাইট, ইন্ডিকেটরের মতো প্রয়োজনীয় প্রায় সব কিছুই রয়েছে এই ইলেক্ট্রিক বাইকে। সংস্থা কর্তৃক এর দাম ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে।