কলকাতা: কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি নিয়ে সবার আগে বিরোধিতায় সোচ্চার হয়েছিল পশ্চিমবঙ্গ৷ এবার স্নাতকে সেই শিক্ষা নীতিতেই স্বীকৃতি৷ এবার থেকে আর তিন বছরের ডিগ্রি কোর্স নয়। ২০২৩-‘২৪ শিক্ষাবর্ষ থেকে ৪ বছরে ডিগ্রি কোর্স পড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
নয়া জাতীয় শিক্ষানীতিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল। সেই মতো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি নির্দেশিকা জারি করে। বিভিন্ন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসি-র এই নির্দেশিকা বলবৎ করলেও পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর এতদিন এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। তবে বুধবার শিক্ষা দফতরের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তিন বছরের বদলে চার বছরের স্নাতক পাঠক্রম চালু করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ প্রসঙ্গে জানিয়েছেন, পড়ুয়াদের স্বার্থ ও সুবিধার কথা ভেবেই স্নাতক স্তরে চার বছরের পাঠক্রম চালু করছে রাজ্য। তবে অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়া এ বারেও শুরু করা যাচ্ছে না৷
এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, “রাজ্যের প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রী এই বছর স্নাতক স্তরে ভর্তি হতে চলেছেন৷ তাদের সুবিধার কথা ভেবেই আমরা ৪ বছরের পঠনপাঠন চালু করতে চলেছি। এতে তাদের সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে সুবিধা হবে এবং একইসঙ্গে রাজ্যের বাইরে পড়তে চলে যাওয়ার প্রবণতা কমবে।”
প্রসঙ্গত, ২০২০ সালে সংসদে পাশ হয় নয়া জাতীয় শিক্ষানীতি৷ বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার এই নীতি পাশ করেছে। নয়া জাতীয় শিক্ষানীতির অন্যতম বিষয় ছিল ৪ বছরের ডিগ্রি কোর্স৷ গত বছর ডিসেম্বর মাসে স্নাতক স্তরে ৪ বছরের ডিগ্রি কোর্সের পাঠক্রম চূড়ান্ত করে ইউজিসি। সেই মতো প্রতিটি রাজ্যকে নয়া পাঠক্রম বলবৎ করার অনুরোধও করা হয়। অবশেষে সেই নির্দেশিকা মেনে নিল রাজ্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>