IPC অতীত, দেশে নতুন অপরাধমূলক আইন কার্যকর হওয়ার পর দিল্লিতে দায়ের প্রথম অভিযোগ

কলকাতা: ১৮৬০ সালে ব্রিটিশ আমলে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)-এর পরিবর্তে দেশে কার্যকর হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’৷ ১ জুলাই, কার্যকর হয়েছে নয়া তিন আইন…

কলকাতা: ১৮৬০ সালে ব্রিটিশ আমলে তৈরি ‘ইন্ডিয়ান পেনাল কোড’ (ভারতীয় দণ্ডবিধি)-এর পরিবর্তে দেশে কার্যকর হয়েছে ‘ভারতীয় ন্যায় সংহিতা’৷ ১ জুলাই, কার্যকর হয়েছে নয়া তিন আইন – ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। ভারতীয় ন্যায় সংহিতা-সহ নতুন তিন অপরাধমূলক আইন চালুর হতেই নয়া আইনে দিল্লিতে দায়ের হল প্রথম এফআইআর৷ অভিযুক্ত এক হকার৷ নাম পঙ্কজ কুমার। বিহারের পটনার বাসিন্দা। সূত্রের খবর, নয়াদিল্লি রেল স্টেশনের কাছে রাস্তা ঘিরে ব্যবসা চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে নতুন অপরাধমূলক আইনের ২৮৫ ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *