বাংলায় নতুন করোনা স্ট্রেনের হদিশ, আক্রান্ত স্বাস্থ্যকর্তার ছেলে

বাংলায় নতুন করোনা স্ট্রেনের হদিশ, আক্রান্ত স্বাস্থ্যকর্তার ছেলে

কলকাতা: আশঙ্কা আগেই ছিল৷ এবার সেই আশঙ্কাকে সত্যি করে বাংলায় ঢুকে পরল ব্রিটেনের নতুন করোনা ভাইরাস৷ কলকাতায় মিলল নতুন করোনার ইউকে স্ট্রেন ভাইরাসে সংক্রমিত তরুণের সন্ধান৷ নতুন ভাইরাসের সংক্রমণ মিলতেই জরুরি বৈঠকে বসেছে স্বাস্থ্য কর্তারা৷ ইতিমধ্যেই সংক্রামিত তরুণকে কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয়েছে৷ রাখা হয়েছে সম্পূর্ণ আইসোলেশনে৷ চলছে সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা তৈরির কাজ৷ রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে খবর৷ বাংলায় এই প্রথম নতুন প্রজাতির করোনা রোগীর সন্ধান পাওয়া গেল৷

দেশে ইউকে স্ট্রেন ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ আগেই তৈরি হয়েছিল৷ এবার সরাসরি ব্রিটেন থেকে কলকাতায় সংক্রমিত হলেন এক তরুণ৷ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যে স্বাস্থ্যকর্তারা জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছেন৷ গতকাল গভীর রাতে কেন্দ্রের তরফে রাজ্যকে তথ্য জানানো হয়েছে বলে খবর৷ ব্রিটেন থেকে আসা তরুণের নমুনা পরীক্ষা করা হয়৷ গতকাল রাতেই জিন বিশ্লেষণ সংক্রান্ত রিপোর্ট হাতে আসে৷ তাতে দেখা গিয়েছে নতুন করোনার হদিশ পাওয়া গিয়েছে৷ সেই রিপোর্ট কেন্দ্রের তরফে রাজ্যকে পাঠানো হয়েছে বলে খবর৷

পরিস্থিতির গুরুত্ববুঝে বৈঠকে বসেছে স্বাস্থ্যকর্তারা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কীভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর৷ এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বিমানে ওই তরুণ কলকাতায় এসেছিলেন, সেই বিমানের কর্মী ও যাত্রীদের তালিকা তৈরি করা হচ্ছে৷ সবার সঙ্গে যোগাযোগ করা হবে যোগাযোগ করে তাদের হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে৷ সহ বিমানযাত্রী ও বিমান কর্মীদের তালিকা তালিকা স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো হবে৷

ইতিমধ্যেই এই তরুণের সংস্পর্শে আসা ৬ জনকে চিহ্নিত করে তাঁদের নমুনা কল্যাণীতে জিন বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছিল৷ কিন্তু সেই নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তাঁরা সংক্রমিত হননি বলে ধরে নেওয়া হচ্ছে৷ ঘটনাচক্রে রাজ্যে প্রথম লন্ডনফেরত এক তরুণের শরীরে প্রথম ধরা পড়ে করোনা জীবাণু৷ তিনিও ছিলেন রাজ্যের শীর্ষ আমলার ছেলে৷ এবার নতুন স্ট্রেন ধরা দিল সেই ব্রিটেনফেরত স্বাস্থ্যকর্তার ছেলে শরীরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *