বাংলার পর্যটন মানচিত্রে নয়া ঠিকানা, থাকছে ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থায়

বাংলার পর্যটন মানচিত্রে নয়া ঠিকানা, থাকছে ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থায়

উলুবেড়িয়া: বাংলার পর্যটন মানচিত্রে নয়া ঠিকানা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে বাগনান৷ শহর কলকাতা থেকে মাত্র কয়েক কিমির দূরে গড়ে উঠেছে নয়া ইকো ট্যুরিজম পার্ক৷ থাকছে ভরপুর মনোরঞ্জনের ব্যবস্থায়৷ আগামী বছর থেকে সাধারণের ব্যবহারের জন্য খুলে যাবে বাগনানের আন্টিলা ও বাঁটুল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গড়ে ওঠা এই ইকো টুরিজম পার্ক৷

রাজ্যের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই হাওড়া জেলা বিশেষ জায়গা করে দিয়েছে৷ বি-গার্ডেন থেকে শুরু করে বেলুড় মঠ, কালসাপা থেকে গড়চুমুক, গাদিয়াড়া থেকে দেউলটি এখন পর্যটন কেন্দ্র৷ সারা বছর পর্যটকরা ভিড় জমান এখানে৷ কিন্তু, করোনা কোপে কিছুটা ভাটা পড়লেও ফের নতুন করে আশার আলো দেখাতে পারে বাগনানের ইকো ট্যুরিজম পার্ক৷

বাগনান স্টেশন থেকে কিছুটা দূরে গড়ে উঠেছে আন্টিলা ও বাঁটুল বৈদ্যনাথপুর গ্রামের ইকো ট্যুরিজম পার্ক৷ প্রায় ৭ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠছে এই পার্ক৷ রাস্তার দু’ধারে মেদিনীপুর ক্যানেলের রয়েছে৷ সেখানে রয়েছে ছোটছোট কটেজ৷ পার্কে শিশুদের জন্য রয়েছে মনোরঞ্জনের ব্যবস্থা৷ পার্কে ফুল ও ফলের গাছ, ক্যানেলে বোটিং ও কেটেজে থাকার ব্যবস্থাও থাকছে৷ ২০১৭ সালে পার্কটি তৈরির কাজ শুরু হলেও আগামী বছরের মধ্য তা শেষ হয়ে যাবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nine =