net
কলকাতা: গঙ্গায় ডুবে মৃত্যু কিংবা দুর্ঘটনার কথা হামেশাই শোনা যায়৷। ঠাকুর বিসর্জন করতে গিয়েও হোক কিংবা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে অনেকেই। কী ভাবে এই ধরনের দুর্ঘটনা রোখা যায়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চিন্তাভাবনা করছিল পুলিশ। অবশেষে মিলল সমাধানের পথ৷ জানা গিয়েছে, এবার থেকে কলকাতার অন্তত ৯টা ঘাটে দুর্ঘটনা রুখতে বিশেষ বন্দোবস্ত করা হবে৷ জলে ডোবা রুখতে পাতা হবে জাল৷
না,গঙ্গার ঘাট বরাবর উঁচু করে জাল দিয়ে ঘেরা হবে না। এই বিশেষ জাল থাকবে গঙ্গার জলের নীচেই৷ যে সকল ঘাটে লোকজন স্নান করতে নামেন সেখানে ঘাটের সিঁড়ির দুদিকে দুটি লোহার কাঠামো রাখা হবে। সেখান থেকে জাল গঙ্গার জলের বেশ কিছুটা গভীর পর্যন্ত বিস্তৃত থাকবে। জালের সঙ্গে হাওয়া ভর্তি বেলুনও থাকবে। কেউ যদি জলে নেমে কোনও ভাবে ডুবে যান, তাহলে কোনওভাবে হাওয়া ভর্তি বেলুনের সহায্যে বেশ কিছুক্ষণ ভেসে থাকতে পারবেন৷ সেই সময়ের মধ্য়েই তাঁকে উদ্ধার করে আনা যাবে৷