সেরেল্যাকে চিনি! ভারতে বিক্রি নেসলের বেবিফুডে সুগার লেভেল বিপজ্জনক

সেরেল্যাকে চিনি! ভারতে বিক্রি নেসলের বেবিফুডে সুগার লেভেল বিপজ্জনক

nestle

কলকাতা: বেবিফুড বা বাচ্চাদের জন্য তৈরি হেলথ ড্রিঙ্কসের গুণমান বজায় রয়েছে কিনা, সেটা দেখা অত্যন্ত জরুরি৷ এতে চিনির মাত্রা কতখানি হওয়া উচিত, তারও একটা  সুনির্দিষ্ট মাপকাঠি রয়েছে৷ কিন্তু দেখা যাচ্ছে, সেই মাপকাঠি পেরিয়ে যাচ্ছে বেশিরভাগ নামীদামি ব্র্যান্ডই।

সম্প্রতি বর্নভিটাকে হেলথ ড্রিঙ্কসের ক্যাটেগরি থেকে সরানোর নির্দেশ দেয় কেন্দ্র৷ কারণ, গবেষণায় দেখা যায় বর্নভিটায় থাকা চিনির মাত্রা বিপজ্জনক। এবার সেই অকই অভিযোগ উঠল নেসলের বেবিফুড প্রোডাক্টের বিরুদ্ধে৷

সুইস সংস্থা পাবলিক আই তাদের রিপোর্টে জানিয়েছে, বাচ্চাদের জন্য অত্যন্ত জনপ্রিয় বেবিফুড প্রোডাক্ট হল সেরেল্যাক৷ কিন্তু, এতে সুগার লেভেল নির্ধারিত মাত্রাকে ছাপিয়ে গিয়েছে। ভারতের বাজারে যে সেরেল্যাক বিক্রি হচ্ছে, তার প্রতিটা পাউচে ৩ গ্রামের বেশি চিনির উপস্থিতি রয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 4 =