neeraj chopra
কলকাতা: অল্পের জন্য হাতছাড়া সোনা৷ প্যারিসের জুরিখে ডায়মন্ড লিগে খুব কাছাকাছি পৌঁছেও অল্পের জন্য সোনা জেতার সুযোগ হারালেন নীরজ চোপড়া। দ্বিতীয় স্থানে থামতে হল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে৷ এদিন পরপর দুটি ফাউল থ্রো করেন নীরজ৷ তবে দিনের শেষ থ্রো’তে নিজের সেরা পারফরম্যান্স উজার করে দেন ভারতের এই সোনাজয়ী জ্যাভলার৷ এদিনের প্রতিযোগিতায় নীরজকে হারিয়ে সোনা জিতে নেন চেক প্রজাতন্ত্রের জ্যাজকুব ভালদেচ।
দোহা, লুসানের পর জুরিখে, পরপর তিনটি ডায়মন্ড লিগ জিতে হ্যাটট্রিক করার সুযোগ ছিল নীরজের সামনে। কিন্তু আজকের দিনটা তাঁর ছিল না। দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল করার পর একটা সময় পাঁচে নেমে যান নীরজ। পরে অবশ্য ঘুরে দাঁড়ান৷ তবে সোনা আনতে পারলেন না ঘরে৷ এদিন জ্যা কুব ভালদেচ ছোঁড়েন ৮৫.৮৬ মিটার৷ নীরজের সেরা থ্রো ৮৫.৭১ মিটার৷ এদিন নিডের সেরা ফর্মে ছিলেন না সোনার ছেলে৷
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮৮.১৭ মিটার জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস লিখেছিলেন নীরজ। ভারতের হয়ে প্রথম এই প্রতিযোগিতায় সোনা জেতেন পানিপথের রাজপুত্র। সোনা জেতার পর নীরজ বলেছিলেন, পরের ইভেন্টে তাঁর লক্ষ্য হবে ৯০ মিটার৷ কিন্তু তেমনটা হল না৷
প্রতিযোগিতা শেষে নীরজ জানান, বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর তিনি ক্লান্ত৷ তাই ডায়মন্ড লিগে নিজের ফিটনেস বজায় রাখার দিকেই বেশি মনোযোগী ছিলেন। আগামী প্রতিযোগিতাগুলিতে নিজের ১০০ শতাংশ দিতে পারবেন বলেও আশাবাদী ভারতের পয়লা নম্বর জ্যাভলার৷