সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে এ বার রামায়ণ-মহাভারত! সুপারিশ এনসিইআরটি-র

সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমে এ বার রামায়ণ-মহাভারত! সুপারিশ এনসিইআরটি-র

কলকাতা: ইঙ্গিত মিলেছিল আগেই। সেই মতোই সমাজ বিজ্ঞানের বইয়ে অন্তর্ভুক্ত হতে চলেছে রামায়ণ-মহাভারত৷ সুপারিশ করল ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) সংস্থার নিয়োগ করা কমিটি।

নতুন সংসদ ভবনের গায়ে রামায়ণ-মহাভারতকে ‘ইতিহাস’ হিসেবে তুলে ধরেছে নরেন্দ্র মোদী সরকার। এ বার সমাজবিজ্ঞানের পাঠ্যবইয়ের পাতায় জায়গা পাবে রাম-সীতা-লক্ষণ, কুরুক্ষেত্রের গল্প৷ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতারা। তবে প্রবল বিরোধিতা করেছে বিরোধীরা৷ তাঁদের অভিযোগ, সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ইতিহাস আর পুরাণকে গুলিয়ে দিতে চাইছে। শিক্ষার গৈরিকীকরণ করাই তাদের উদ্দেশ্য৷ অন্য দিকে এনসিআরটি সূত্রে দাবি, এই বিষয়ে একটি প্রস্তাব আগেই জমা পড়েছিল। তবে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

স্কুলের সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম সংশোধন করতে একটি উচ্চ পর্যায়ের কমিটির হাতে দায়িত্ব সঁপেছিল এনসিইআরটি। সেই কমিটির প্রধান হলেন ইতিহাসের প্রাক্তন অধ্যাপক সি আই আইজাক৷ তাঁর কথায়, ‘‘সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের সিলেবাসে রামায়ণ-মহাভারত পড়ানোর সুপারিশ করা হয়েছে৷ এর ফলে ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম, আত্মসম্মান ও নিজেদের জাতির প্রতি গর্ববোধ জন্ম নেবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *