মুম্বই: মাদক পাচার কাণ্ডে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক সহ অন্যান্যদের জামিন বাতিল করা হল। সূত্রের খবর, রিয়া জানিয়েছে বলিউডের প্রথম সারির একাধিক অভিনেতা, পরিচালক, প্রযোজক রয়েছেন, যাঁরা মাদক গ্রহণ করে এবং মাদক পাচারের সঙ্গে জড়িত। জানা গিয়েছে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তালিকা প্রস্তুত করে তাঁদের মধ্যে ২৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাতে পারে।
গত মঙ্গলবার রিয়াকে গ্রেফতার করা হয়৷ ওই দিন প্রথম তাঁর জামিন খারিজ হয়ে যায়৷ ইতিমধ্যেই বলিউডে মাদক যোগ নিয়ে নানা তথ্য সামনে আসছে৷ মাদক চক্রে জড়িত বলি জগতের মাথাদের ডেকে পাঠানোর আগে রিয়ার কাছ থেকে একাধিক তথ্য জেনে নিতে চাইছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়ার আইনজীবী দাবি করেন, তদন্তে সহযোগীতা করার পাশাপাশি মাদক সংক্রান্ত সমস্ত তথ্য স্বীকার করেছেন অভিনেত্রী। তিনি মাদক পাচারের সঙ্গেও জড়িত নন। এনসিবি উল্টে তাঁর থেকে জোর করে অনেককিছু বলিয়ে নেওয়ার চেষ্টা করছে।
অন্যদিকে এনসিবির তরফে পাল্টা বলা হয়েছে, রিয়া জামিনে ছাড়া পেলে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন পাশাপাশি ক্ষমতা ও টাকার ব্যবহার করে মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। সেকারণেই তাঁর জামিন খারিজ করার দাবি করা হয় আদালতের কাছে। এরপর মামলার শুনানিতে রিয়াকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে রিয়াকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে রাখা হয়েছে।
রিয়ার বয়ানের ভিত্তিতে বলিউডে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে। যে সমস্ত বলিউডি মাথাদের তলব করবে বলে ঠিক করেছে এনসিবি, তাদের তথ্য আরও ভাল করে যাচাই করে নিতে মরিয়া সংস্থা। এই বিষয়ে দিল্লিতে এনসিবির দুই শীর্ষ আধিকারিক রাকেশ আস্থানা এবং কেপিএস মালহোত্রা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বিষয়টি যেহেতু অত্যন্ত স্পর্শকাতর এবং এই মামলায় যেহেতু বলিউডের একাধিক প্রভাবশালী কলাকুশলীরা যুক্ত রয়েছেন, তাতে করে কিভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়, পাশাপাশি বলিউডে কিভাবে মাদক পাচার হয়, সেটাই এখন একমাত্র লক্ষ্য এনসিবির।