nawsad
কলকাতা: বিজেপির পর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ আইএসএফ। শুভেন্দু অধিকারীদের দেখানো পথে এবার হাঁটলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউজের সামনে ঠিক যেখানে একুশের সভা করে তৃণমূল কংগ্রেস, সেখানেই এবার মঞ্চ বাঁধার অনুমতি চেয়ে আদালতে গেলেও ভাঙড়ের আইএসএফ বিধায়ক। পুলিশের অনুমতি না পেয়েই আদালতের কড়া নাড়েন তাঁরা৷ আগামী ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় কর্মসূচি রেখেছে আইএসএফ৷
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে অমিত শাহর সভা করতে চেয়ে পুলিশের কাছে গিয়েছিল বিজেপি৷ পুলিশ ও প্রশাসন অনুমতি না দেওয়ায় হাই কোর্টে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ উচ্চ আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বিজেপি’কে সভা করার অনুমতি দেয়৷ আদালতের ওই রায়ই অন্যদের রাস্তা দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে।