বিচারপতির গাড়িতে সজোরে ধাক্কা নওশাদের স্করপিওর, প্রতিবাদ জানাতেই ‘চড়’

বিচারপতির গাড়িতে সজোরে ধাক্কা নওশাদের স্করপিওর, প্রতিবাদ জানাতেই ‘চড়’

nawsad

মুম্বই: কলকাতা হাই কোর্টের বিচারপতির গাড়িতে সজোরে ধাক্কা মারল বিধায়ক নওশাদ সিদ্দিকির গাড়ির। ধাক্কা লাগতেই প্রতিবাদ জানান বিচারপতির চালক৷ প্রতিবাদ জানাতেই নওশাদের ড্রাইভার সপাটে ‘চড়’ কষান বিধায়কের চালকের গালে। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে কালিকাপুর এলাকা। বিধায়ক-সহ তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কালীপুজোর পরের দিন সকালে দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা বাংলা। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে জয়নগরের উদ্দেশে রওনা দেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু, গোচরণের কাছে তাঁকে বাধা দেয় পুলিশ। বাধ্য হয়েই কলকাতায় ফিরতে হয় নওশাদকে। কলকাতায় ফেরার সময় বাইপাসের উপর কালিকাপুর এলাকায় বিচারপতি চন্দ্রাণী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে সজোরে ধাক্কা দেয় নওশাদের স্করপিও৷ 

এর পরেই গাড়ি থেকে নেমে আসেন দুই চালক৷ শুরু হয় দু’জনের বচসা৷ অভিযোগ, কথা কাটাকাটির সময় বিচারপতির চালককে চড় মারেন নওশাদের গাড়ির চালক। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ এই ঘটনায় নওশাদ সিদ্দিকি, তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ির চালকের বিরুদ্ধে গড়ফা থানায় জামিন অযোগ্য ধারায় মামলা করেন বিচারপতি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =