নবরাত্রির সপ্তম দিন উৎসর্গ মা কালরাত্রিকে, কখন ও কী ভাবে পূজা করবেন?

navratri seventh day kalratri puja কলকাতা: শারদীয় নবরাত্রির সপ্তম দিন নবদুর্গার সপ্তম রূপ, মা কালরাত্রির প্রতি নিবেদিত। মা কালরাত্রি ত্রি-নেত্রধারী। তাঁর রঙ কালো এবং চুল…

kaalratri

navratri seventh day kalratri puja

কলকাতা: শারদীয় নবরাত্রির সপ্তম দিন নবদুর্গার সপ্তম রূপ, মা কালরাত্রির প্রতি নিবেদিত। মা কালরাত্রি ত্রি-নেত্রধারী। তাঁর রঙ কালো এবং চুল খোলা৷ গলায় মুণ্ডের মালা৷ তাঁর বাহন গাধা৷ বলা হয়, যে ভক্ত মা কালরাত্রির পূজা করে, তাঁর সমস্ত ভয় দূর হয়ে যায়। এমন ব্যক্তির সব ধরনের সংকট কেটে যায় এবং তিনি মোক্ষ লাভ করেন। মা কালরাত্রির আশীর্বাদে ভক্ত সর্বদা সুখী ও সমৃদ্ধ থাকে। (navratri seventh day kalratri puja)

ma durga9

কালরাত্রির পূজার সময় navratri seventh day kalratri puja

বৈদিক পঞ্জিকা অনুযায়ী, এই বছর শারদীয় নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পূজার জন্য শুভ মুহূর্ত সকাল ১১টা ৪৫ মিনিটে শুরু হবে এবং দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে। এই শুভ মুহূর্তে মা কালরাত্রির পূজা করা অত্যন্ত ফলদায়ক  বলে বিশ্বাস করা হয়। পুজোয় ব্যবহৃত গুড়ের অর্ধেক অংশ পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে। বাকি অর্ধেক ব্রাহ্মণকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷

 

শারদীয় নবরাত্রির সপ্তম দিনে মা কালরাত্রির পূজা করার সময় প্রথমে ঘি-এর প্রদীপ জ্বালানো উচিত। এর পর দেবীর কাছে লাল ফুল অর্পণ করতে হবে এবং গুড়ের ভোগ নিবেদন করতে হবে। সেই সঙ্গে মা কালরাত্রির মন্ত্র জপ বা সপ্তশতী পাঠ করা উচিত। সবশেষে হবে গুড়দান৷

kalratri1

আরও পড়ুন-

২০২৪-এ দশেরা কবে? জানুন বিজয়াদশমীর তাৎপর্য

দুর্গাপুজোর সঠিক সময়সূচি ফাঁস! 

 

Astrology and Spirituality: On the seventh day of Shardiya Navratri, devotees worship Goddess Kalratri. According to Vedic Panjika, the auspicious time for Kalratri Puja is from 11:45 AM to 12:30 PM. Worshiping Kalratri is believed to remove fears and bring prosperity.