কলকাতা: ‘নো ভোট টু মমতা’ স্লোগান তুললেই সমস্যার সমাধান হবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আহ্বানের জবাবে স্পষ্ট বার্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিধায়ক নওশাদ সিদ্দিকির। ভোট হিংসার শিকার বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে শনিবার বারুইপুর জেলা বিজেপির কার্যালয়ে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তখনই নওশাদকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বলেন নন্দীগ্রামের বিধায়ক। সঙ্গে ‘নো ভোট টু মমতা’ স্লোগান আরও জোরাল করার কথাও বলেন। তারই জবাবে মুখ খোলেন নওশাদ।
শুক্রবার সকাল ১০টা৷ ভাঙড়ের দিকে যাওয়ার সময় ফের নওশাদকে বাধা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ। জানানো হয়, ভাঙড়ে ঢোকার অনুমতি নেই তাঁর। বিধায়ক হওয়া সত্ত্বেও কেন তাঁকে ভাঙড়ে যেতে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে পুলিশ-প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দেন নওশাদ। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবশেষে গাড়ি ঘুরিয়ে ফিরে যান তিনি। এ নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলেন তিনি বলেন, ‘‘নওশাদ আগে নিজের অবস্থান স্পষ্ট করুন। বিজেপিকে সাম্প্রদায়িক শক্তি হিসেবে দেখাচ্ছেন। আপনি আগে নিজে হাত খুলে দিন, তা হলে তো আমরা ভাঙড়ে যাব।’’ বিরোধী দলনেতা আরও বলেন, ‘‘নো ভোট টু মমতার স্লোগান তুলতে হবে তাঁকে।’’ জবাবে নওশাদ বলেন, ‘‘নো ভোট টু মমতা বললেই সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। আমি শুরু থেকে বলেছি। আজও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া বাংলার জন্য স্বাস্থ্যকর নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যাখান করুন৷ তিনি যত কম ভোট পাবেন বাংলার গণতন্ত্রের জন্য তত মঙ্গল।’’