কলকাতা: অসুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসার পর আপাতত বাড়িতে রয়েছেন তিনি৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ এবার বাড়ি গিয়ে বুদ্ধবাবুকে দেখে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য দেশি কই আর শিঙি মাছ নিয়ে গেলেন তিনি।
বৃহস্পতিবার সকালে বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে হাজির হন আইএসএফ বিধায়ক৷ এই সাক্ষাৎকারকে অবশ্য সৌজন্যমূলক বলেই দু’তরফের দাবি। গত ২৯ জুলাই ফুসফুসে সংক্রমণ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধবদেব ভট্টাচার্য ৷ ১১ দিন চিকিৎসার পর বাড়ি ফেরেন তিনি। তবে চিকিৎসা চলছেই৷ বাড়িতেও চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। অসুস্থ বর্ষীয়ান নেতার সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে দেখা করেন নওশাদ৷ হাসপাতালেও বুদ্ধবাবুকে দেখতে গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক।
বুদ্ধবাবুর বাড়ি থেকে বেড়িয়ে নওসাদ বলেন, “হাসপাতাল থেকে তিনি ফেরার পরই ভেবেছিলাম একদিন দেখা করতে আসব। আজ অবশ্য ওঁর সঙ্গে দেখা হয়নি। উনি বিশ্রাম নিচ্ছিলেন। তবে মীরাদেবীর সঙ্গে কথা হয়েছে। তাঁর কাছেই ওঁর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি।” বুদ্ধবাবুর স্বাস্থ্যের কথা ভেবেই এদিন তাঁর জন্য দেশি কই এবং শিঙি মাছ নিয়ে গিয়েছিলেন নওসাদ।
গত বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ। নাম হয়েছিল সংযুক্ত মোর্চা। সেই জোটের একমাত্র জয়ী প্রার্থী নওসাদ সিদ্দিকি। এদিন বুদ্ধবাবুর বাড়িতে তাঁকে দেখার পরই উঠছে রাজনীতির ধোঁয়া৷ যদিও সেই জল্পনা পত্রপাঠ খারিজ করে দিয়েছেন ফুরফুরার পীরজাদা।