nation
কলকাতা: নতুন বছরের শুরুতেই বিদ্রোহ৷ অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিলেন রেশন ডিলাররা। আজ, মঙ্গলবার থেকেই গোটা রাজ্যে বন্ধ থাকবে মোট ১৮ হাজার রেশন দোকান৷ যার জেরে রাজ্যে রেশন পরিষেবা সম্পূর্ণ ব্যহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে সমাবেশে যেগ দেবেন রেশন ডিলাররা৷ ওই দিন আবার সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁদের৷
এই সমস্যার মুখে পড়েছে গোটা দেশই৷ কারণ, মঙ্গলবার থেকেই অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। এর জেরে দেশের ৫ লাখের উপরে রেশন দোকান বন্ধ থাকবে৷