কল্পনা চাওলার নামে হবে নাসার পরবর্তী মহাকাশ যানের নাম! রওনা হচ্ছে মহাকাশে

আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তাদের পরবর্তী মহাকাশ যানের নাম রাখল ভারতের মহিলা মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার নামানুসারে। এই মহাকাশ যানটি মূলত মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয় সামগ্রি বহন করে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। এটি আগামী ২৯ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে নাসা।

 

ওয়াশিংটন: আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা তাদের পরবর্তী মহাকাশ যানের নাম রাখল ভারতের মহিলা মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার নামানুসারে। এই মহাকাশ যানটি মূলত মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রয়োজনীয় সামগ্রি বহন করে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে। এটি আগামী ২৯ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছে নাসা।

কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা মহাকাশ যাত্রী যিনি নাসার তরফ থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। গতকাল মহাকাশ যানটির নির্মাতা নর্থরপ গ্রাম্ম্যান টুইট করে জানান, কল্পনা চাওলা'কে শ্রদ্ধা জ্ঞাপন করতেই নাসা এই মহাকাশ যানটির নাম তাঁর নামানুসরণে রেখেছে। তিনি আরও বলেন, মানুষের মহাকাশ অভিযানে কল্পনা চাওলা'র অবদান অনস্বীকার্য। নাসার এই মহাকাশ যানটির নাম, “এস এস কল্পনা চাওলা।”

গ্রাম্ম্যানের কথায়, নাসার সিগনাস মহাকাশ যান, অর্থাৎ প্রয়োজনীয় সামগ্রী বয়ে নিয়ে যাওয়া মহাকাশ যানগুলির নাম মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নামেই রাখা হয়। সেই হিসাবে ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার কৃতিত্ব কোনও দিনই ভোলা যাবে না মহাকাশ গবেষণার ইতিহাসে। ভারতেই তিনি জন্ম গ্রহণ করেছেন, পরবর্তীকালে আমেরিকার নাগরিকত্ব নেন। ২০০৩ সালের ১৬ জানুয়ারি তিনি স্পেস শাটল 'কলাম্বিয়া'র মহাকাশ অভিযান শেষ করে পৃথিবীতে ফিরে আসেন। কিন্তু ১ ফেব্রুয়ারি 'কলাম্বিয়া' বায়ুমণ্ডলে প্রবেশ করার পর ল্যান্ড করার ঠিক ১৬ মিনিট আগেই ভেঙে পড়ে। পৃথিবীর মাটি ছোঁয়ার আগেই দুর্ঘটনায় ওই স্পেশ শাডলের সহযাত্রীদের সঙ্গে কল্পনাও মারা যান। শেষ রক্ষা না হলেও তাঁর অভিযান সফল হয়েছিল। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এবার নাসা তাদের পরবর্তী মহাকাশ যানের নামকরণ করল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =