‘সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলুন’, পুতিনকে পরামর্শ মোদীর

‘সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলুন’, পুতিনকে পরামর্শ মোদীর

1d7b9a3391c07563c9f422c166ad5969

নয়াদিল্লি: ১২ দিন পাড়৷ পুরোদস্তুর যুদ্ধ চলছে ইউক্রেনে৷ রাশিয়ার তরফে তিন দিন সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তার মধ্যেও চলেছে বোমা বর্ষণ৷ এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এবার কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে৷ পুতিনকে তাঁর পরামর্শ, ‘‘জেলেনস্কির সঙ্গে সরাসরি কথা বলুন৷’’

আরও পড়ুন- পাঁচ রাজ্যে কী অবস্থায় বিজেপি? যা বলছে বুথ ফেরত সমীক্ষা

এদিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ৫০ মিনিট ফোনে কথা বলেন, নরেন্দ্র মোদী৷ ভারতীয় নাগরিকদের সেভ প্যাসেজ দিতে রাশিয়ার সাময়িক যুদ্ধ বিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি৷ সেই সঙ্গে ইউক্রেনে আটকে থাকা বাকী ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর জন্যে পুতিনের কাছে আবেদন জানিয়েছেন তিনি৷ সূত্রের খবর, ভারতকে সহযোগীতার আশ্বাস দিয়েছেন পুতিন৷ পাশাপাশি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়েও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে। ইউক্রেনের সঙ্গে এই মুহূর্তে রাশিয়ার কী কী বিষয়ে আলোচনা চলছে, সে সম্পর্কেও মোদীকে বিস্তারিত জানিয়েছেন পুতিন। সেই সময়েই পুতিনকে সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলার পরামর্শ দেন নরেন্দ্র মোদী।

পুতিনের পাশাপাশি সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। প্রায় ৩৫ মিনিট কথা হয় তাঁদের৷ যুদ্ধ থামানোর জন্য মোদী কোনও শান্তির বার্তা দিয়েছেন কিনা, সেই বিষয়ে স্পষ্ট জানা যায়নি৷ এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন নমো। সেই সময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তা দিয়েছিলেন তিনি৷ এর পর ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হতেই ২৬ ফেব্রুয়ারি জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী। তবে দুই দেশের যুদ্ধ প্রসঙ্গে নয়াদিল্লির অবস্থান এখনও নিরপেক্ষ। রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশই নেয়নি ভারত। এই মুহূর্তে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হল, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা৷ সেই চেষ্টাই চালাচ্ছে নয়াদিল্লি৷