পাখির চোখ মতুয়া ভোট! এবার বাংলাদেশ যাচ্ছেন নরেন্দ্র মোদী

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দিনেই বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহের পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর হতে চলেছে। আগামী ২৬ মার্চ মতুয়া ধর্মমতের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের জন্মভিটে দর্শন করতে বাংলাদেশ যাচ্ছেন তিনি। বঙ্গ ভোটের আগে মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ককে সুনিশ্চিত করতেই কি এই সফরের আয়োজন? উঠে গেছে প্রশ্ন।

পশ্চিমবঙ্গে মতুয়া ভোটকে যে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে গেরুয়া শিবির তা আগেই স্পষ্ট হয়েছিল। একাধিক বার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী মতুয়া সম্প্রদায়ের বাড়িতে সেরেছেন মধ্যাহ্নভোজ। শুধু তাই নয়, মতুয়াদের উদ্দেশ্যে জনসভার আয়োজন করতেও দেখা গেছে গেরুয়া নেতৃত্বকে। সেই আবহেই এবার বাংলাদেশের ওরাকান্দিতে পা রাখছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সরকার। সূত্রের খবর সেই অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী। এরপর ২৭ মার্চ সাতক্ষীরা ও ওরাকান্দিতে যাবেন তিনি। ওরাকান্দিতেই জন্ম গ্রহণ করেছিলেন হরিচাঁদ ঠাকুর। তাঁর মতাদর্শ বাংলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে হরিচাঁদ ঠাকুরের পুত্র গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে। প্রধানমন্ত্রীর এই বাংলাদেশ সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

এদিন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওনারা তো ধর্মস্থান গুলো ঘু্রেই বেড়ান। কিন্তু মতুয়াদের সমর্থন ওনারা পাবেন না।” উল্লেখ্য, ২০১৯ সালের  লোকসভা নির্বাচনে বনগাঁ এবং রানাঘাট মতুয়া অধ্যুষিত এই দুই অঞ্চল থেকেই ভোটে জেতেন বিজেপি প্রার্থীরা। প্রথম দিকে তৃণমূলের দখলে থাকলেও গেরুয়া শিবিরের দিকে মতুঢ়া ভোটের এই ঝোঁক উৎসাহিত করে বিজেপিকে। বিধানসভা নির্বাচনের আগেও এই মতুয়া ভোটই পাখির চোখ প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + seven =