ইডির উদ্ধার করা টাকা বিলানো হবে গরিবদের মধ্যে! ভোটের মধ্যেই বড় কথা প্রধানমন্ত্রীর

নয়া দিল্লি: কলকাতা হোক বা ভোপাল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হয়েছে টাকার পাহাড়৷ এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে ১.২৫…

RSS frustration with Modi RSS Modi election performance

নয়া দিল্লি: কলকাতা হোক বা ভোপাল, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হয়েছে টাকার পাহাড়৷ এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে ১.২৫ লক্ষ কোটি৷  এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হওয়া নিয়োগ দুর্নীতির টাকাও৷ কিন্তু, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ অর্থের ভবিষ্যৎ কী? এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানালেন, বিভিন্ন দুর্নীতি মামলায় ইডির উদ্ধার করা টাকা দেশের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কি না, সে বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে সরকার। এ বিষয়ে আইনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও জানান  প্রধানমন্ত্রী৷

ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মোদী বলেন, “ইডির উদ্ধার করা টাকা দেশের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনাচিন্তা করছে সরকার। আমি এটা নিয়ে ভাবছি কারণ আমি মনে করি যে, এরা (দুর্নীতিগ্রস্ত) ক্ষমতার অপব্যবহার করে গরিব মানুষের টাকা লুঠ করেছে৷ তাই গরিব মানুষদেরই এই টাকা ফেরত পাওয়া উচিত।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *