বাংলার নির্বাচনী প্রচারে রেকর্ড গড়ার পথে নরেন্দ্র মোদী

বাংলার নির্বাচনী প্রচারে রেকর্ড গড়ার পথে নরেন্দ্র মোদী

 

দেবময় ঘোষ: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে ঠিক কতগুলি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা পার্টির তরফ থেকে প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র মারফত যা খবর, তিনি ২০ থেকে ২৫টি সভা করতে পারেন।  ইতিমধ্যেই হয়ে গিয়েছে ১৩টি সভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে ঘিরে সারা বাংলা জুড়েই ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, ২০১৯ লোকসভা নির্বাচনের শেষ দফার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় ১৭টি জনসভা করেছিলেন৷ সেই সময়,যা একটি রেকর্ড বলেই মনে করেছিল রাজ্য বিজেপি৷ লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী হিসাবে দেশের অন্য কোনও নেতা পশ্চিমবঙ্গে এই সংখ্যক জনসভা করেছেন বলে মনে করছে না বিজেপি৷ রাজনৈতিক বিশেষজ্ঞরাো মনে করছেন, বাংলা দখল করতে এসে রেকর্ড গড়েছিলেন নরেন্দ্র মোদী৷ দু’বছর পর বিধানসভা নির্বাচনেও এই দৃশ্য। প্রেক্ষাপট পরিবর্তিত হয়নি। ইতিমধেই ১৩টি জনসভা করে ফেলা মোদী প্রধানমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রেকর্ড জনসভা করার পথে এগিয়ে চলেছেন।

বিধানসভা নির্বাচনের প্রধানমুখ নরেন্দ্র মোদী। তাকে সামনে রেখেই আবর্তিত হচ্ছে বিজেপির প্রচারবৃত্ত। লোকসভা নির্বাচনে শুরু থেকেই বাংলাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ৷ পরবর্তী লক্ষ্য যে বিধানসভা নির্বাচন, তা সে সময় থেকেই নিশ্চিত ছিল৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা সেই সময় লক্ষ্য করেছিলেন, মোদী উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা এবং গুজরাটেকে বেশি গুরুত্ব দিয়েছেন৷ এই পাঁচ রাজ্যই তাকে ক্ষমতায় ফিরিয়ে আসবে মনে করেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ সেই কারণে ৫০ শতাংশ প্রচার এই পাঁচ রাজ্যেই করেছেন মোদী৷ সেই সময়, কিন্তু বাংলার দিকে তাকিয়ে রীতিমতো অবাক সারা ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ অতীতে কোনও প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের জন্য বাংলায় ১৭টি জনসভা করেছেন – এখন কথা খেয়াল করতে পারা যায়নি৷ লক্ষ্য যে বিধানসভা, তা তখনই তা পরিষ্কার হয়ে গিয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ব্রিগেডে এসেছিলেন নরসিমা রাও৷ অটল বিহারি বাজপেয়ি, এইচ ডি দেবগৌরাও কলকাতায় সভা করেছেন৷ সভা করেছেন রাজীব গান্ধী। মোদীও করেছেন৷ কিন্তু এর আগে এক লোকসভা নির্বাচনে ১৭ বার বাংলায় সভা করেছেন কোনও প্রধানমন্ত্রী, তা মনে পরছে না৷ একইভাবে বিধানসভা নির্বাচনে দেশের কোনও প্রধানমন্ত্রই এর আগে পশ্চিমবঙ্গে এসে ২০ – ২৫টি সভা করেননি, যা করে দেখাতে চলেছেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − four =