স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ যতটা পিছিয়েছে, ১০ বছরে সেই ক্ষতি পূরণে কাজ করেছে কেন্দ্র: মোদী

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ যতটা পিছিয়েছে, ১০ বছরে সেই ক্ষতি পূরণে কাজ করেছে কেন্দ্র: মোদী

কলকাতা: হুগলির পর নদিয়া৷ শনিবার কৃষ্ণনগরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গভর্নমেন্ট কলেজের মাঠের মঞ্চ থেকে ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী৷ সরকারি কর্মসূচি থেকেই বাংলার দূরাবস্থার কথা তুলে ধরেন তিনি৷ যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী৷ মোদী বলেন, স্বাধীনতার পর থেকে রাজ্য যতটা পিছিয়ে পড়েছে, গত ১০ বছরে কেন্দ্র ততই তা পূরণ করার কাজ করে গিয়েছে। পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের অংশ করার জন্য আমরা অবিরাম কাজ করে চলেছি।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিদ্যুতের উন্নতির ক্ষেত্রে বিরাট পদক্ষেপ করা হচ্ছে। এতে আর্থিক বিকাশ ও গতি আসবে। প্রধানমন্ত্রীর কথায়, বিদ্যুৎ ছাড়া কোনও জায়গারই উন্নতি সম্ভব নয়। বাংলা যাতে এই পরিসরে আত্মনির্ভর হয়ে উঠতে পারে, সে জন্যই এই পদক্ষেপ করা হল। মোদী আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গ গোটা পূর্ব ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে জন্যেই এখানে আকাশপথ থেকে সড়কপথ, রেলপথের আধুনীকিরণের কাজ করছে আমাদের সরকার। আজ ফরাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত জাতীয় সড়কের উদ্বোধন করা হল। এই প্রকল্পের জন্য ২ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। আগের চেয়ে অর্ধেক সময়ে এই দুটি জায়গার মানুষ যাতায়াত করতে পারবেন।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 20 =