ভোটের আগে আরও একটি বন্দে ভারত পেল বাংলা! কোন রুটে চলবে নতুন ট্রেন? New Vande Bharat trains

ভোটের আগে আরও একটি বন্দে ভারত পেল বাংলা! কোন রুটে চলবে নতুন ট্রেন?

new vande bharat trains

কলকাতা: লোকসভা ভোটের আগে দশটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস জুড়ল ভারতীয় রেলে। মঙ্গলবার সকালে গুজরাতের আহমেদাবাদ থেকে এই ট্রেনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ New Vande Bharat trains

এর মধ্যে একটি ট্রেন পেয়েছে বাংলা৷ এএনআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত রুটে নতুন একটি বন্দে ভারত চলবে। বিশাখাপত্তনম থেকে চলবে দু’টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস৷   

এছাড়াও বিশাখাপত্তনম থেকে পুরী এবং বিশাখাপত্তনম থেকে সেকেন্দরাবাদ লাইনে দু’টি নতুন বন্দে ভারত চালানো হবে। এছাড়াও আমদাবাদ-মুম্বই সেন্ট্রাল, মাইসুরু-এমজিআর সেন্ট্রাল (চেন্নাই), পটনা-লখনউ, লখনউ-দেহরাদূন, কালাবুরাগি-স্যর এম বিশ্বেশ্বর টার্মিনাল বেঙ্গালুরু, রাঁচি-বারাণসী এবং খাজুরাহো-দিল্লি (নিজামউদ্দিন) লাইনে মঙ্গলবার আরও আটটি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =