নয়াদিল্লি: কৃষ্ণনগরের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই সঙ্গে দিলেন কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান৷ তিনি বলেন, মোদী গ্যারান্টি দিয়েছিল, বাংলায় এইমস তৈরি হয়েছে। এর পরেই বাংলা শব্দবন্ধে মোদী বলেন, ‘‘বুঝলেন মোদীর গ্যারান্টি হল পূরণ হওয়ার গ্যারান্টি।’’
কাজ শুরু হয়ে গেলেও দিন কয়েক আগে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কল্যাণীর এইমস-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ এদিন কৃষ্ণনগরের সভা থেকে তিনি বলেন, ‘‘১০০০ বেডের এই হাসপাতালে বহু মানুষ সুবিধা পাবে৷ চিকিৎসার পাশাপাশি বহু মানুষ রোজগারের সুযোগ পাবেন। কিন্তু এইমস তৈরি হওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সমস্যা রয়েছে। রাজ্য় সরকার বলছে, অনুমতি নেওয়া হয়নি৷ তৃণমূলের তোলাবাজদের, গুণ্ডাদের কোনও অনুমতি লাগে না। অথচ হাসপাতাল নিয়ে অনুমতির প্রশ্ন উঠছে৷ ’’ তোপ দেপে তিনি আরও বলেন, কমিশন না দিলে অনুমতি দেয় না তৃণমূল। আগে কমিশন, তারপর পারমিশন।”