ফিরছে লকডাউন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে একাধিক দাওয়াই নমোর

ফিরছে লকডাউন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইন, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে একাধিক দাওয়াই নমোর

নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে ফের দেশজুড়ে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ ভোপাল থেকে সুরাট, পুণে থেকে হায়দরাবাদ, বিভিন্ন প্রান্তে ফের ফিরছে লকডাউন, নাইট কারফিউ৷ স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আধিকারিকরা এই বিষয়ে আলোচনা করার পরই আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, বেড়ে যাওয়া সংক্রমণকে করোনার দ্বিতীয় ঢেউ বলে উল্লেখ করা হয়৷ পরিস্থিতি সামাল দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী৷ 

আরও পড়ুন-  ‘দাওয়াই ভি অউর কড়াই ভি’, বাড়ন্ত করোনা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে৷ এখনই পদক্ষেপ না নিলে সংক্রমণ বাড়বে৷ সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কী কী পদক্ষেপ করা হবে সেই বিষয়েও এদিনের বৈঠকে আলোচনা করা হয়৷ টিকাকরণের পাশাপাশি জোড় দেওয়া হয়েছে আরটি-পিসিআর টেস্টিং-এর উপরেও৷ এদিন নমো বলেন, ছোট ছোট শহরগুলির উপর বিশেষ নজর দিতে হবে৷ ছোট অঞ্চলে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিতে পারে৷ বেশ কিছু সেফ জোনেও সংক্রমণ বাড়ছে৷ কোনও কোনও জায়গায় ১৫০ শতাংশ সংক্রমণ বেড়েছে৷ 

ফলে প্রশ্ন উঠছে, তবে কি ফের সম্পূর্ণ লকডাউন করা হবে? সেই উত্তর অবশ্য সময়ই দেবে৷ তবে এদিন প্রধানমন্ত্রী বলেন, উদ্বেগের কোনও কারণ নেই৷ তাঁর মতে, মাস্কের ব্যবহার নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক হতে হবে৷ প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে৷ যত দ্রুত সম্ভব সংক্রমিত ব্যক্তিদের খুঁজে বার করতে হবে৷ এছাড়াও বেশ কিছু রাজ্যে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টের উপর জোড় দেওয়া হয়েছে৷ প্রতিটি রাজ্যে আরটিপিসিআর পরীক্ষার কথাও এদিনের বৈঠকে উল্লেখ করা হয়েছে৷  সুরাট থেকে আসা মানুষদের সাতদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে৷ ঔরঙ্গাবাদে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ 

আরও পড়ুন- বাড়ছে করোনা সংক্রমণ, আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকে থাকছেন না মমতা

নমো আরও বলেন, ইতিমধ্যেই দেশের ৩০ লক্ষ মানুষ ভ্যাকসিন পেয়েছেন৷ তবে কোথাও কোথাও ভ্যাকসিনের অপচয় হচ্ছে৷ ফলে অনেকেই ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছেন৷ দিন কয়েক আগে মহারাষ্ট্রের সার্ভিলেন্স অফিসার বলেছিলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে৷ মার্চ মাসে নিয়মিত ভাবে আক্রান্তের সংখ্যা বাড়েছে মহারাষ্ট্রে৷ ইতিমধ্যেই ১৫ হাজার করোনা আক্রান্তের হদিশ মিলেছে সে রাজ্যে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *