৭.৫ ক্যারেটের চোখ ধাঁধানো সবুজ হিরে উপহার নমোর, অপ্লুত মার্কিন ফার্স্ট লেডি জিল

৭.৫ ক্যারেটের চোখ ধাঁধানো সবুজ হিরে উপহার নমোর, অপ্লুত মার্কিন ফার্স্ট লেডি জিল

নিউ ইয়র্ক: তিন দিনের সফরে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছন নমো। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। রাষ্ট্রনেতাদের এহেন সাক্ষাতে একে অপরের হাতে উপহার তুলে দেওয়াটাই দস্তুর৷ এই রেওয়াজ বহু পুরনো। এর মাধ্যমে আরও মজবুত হয় দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক৷ এদিনও তার ব্যতিক্রম হল না৷ তবে সবচেয়ে বেশি নজর কাড়ল জিল বাইডেনকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার। 

মার্কিন ফার্স্ট লেডিকে সাড়ে ৭ ক্যারেটের একটি সবুজ রঙের হিরে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও এই হিরে প্রাকৃতিক নয়। এই হিরে ল্যাবরেটরিতে তৈরি৷ যাকে বলে ল্যাব গ্রোন। কিন্তু দেখতে অবিকল প্রাকৃতিক হিরের মতই। সৌর শক্তি ও বায়ু শক্তিকে কাজে লাগিয়ে রসায়নাগারে তৈরি হয়েছে এই হিরে। মার্কিন  প্রেসিডেন্টকে কবিতার বই  দিয়েছেন নমো৷ 

যে বাক্সে ভরে এই হিরে আনা হয়েছিল সেটিও চোখে পড়ার মতো৷ এটি ছিল পেপার ম্যাশ দিয়ে তৈরি করা কাশ্মীরি নকশা করা বাক্স। যান নাম কার-এ-কালামদানি। এই বাক্সের উপর দক্ষ শিল্পীরা সুন্দর করে নকশা আঁকেন।

বৈচিত্রে ভরা দেশ ভারত। দেশের প্রধানমন্ত্রীরা তাই সর্বদাই বিদেশি রাষ্ট্রনেতাদের হাতে ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পী ও কারিগরদের হাতে তৈরি জিনিস উপহার হিসাবে দিয়ে থাকেন। এদিনও তেমনটাই হল৷ জিল ভারতীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বেশ খুশি জিল বাইডেন৷
  

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা উপহার হিসাবে দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়াও বাইডেনের তরফে আমেরিকান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির একটি হার্ডকভার বইও দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে।  জিল বাইডেনের পক্ষ থেকে রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার প্রথম সংস্করণের বই তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীর হাতে৷