বালি: গ্রুপ অফ টোয়েন্টি বা জি২০ সম্মেলন হল বিশ্বের প্রধান প্রধান উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির ফোরাম৷ চলতি বছর ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০-র আসরে বিশ্বের তাবড় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে খালি হাতে সেই সাক্ষাৎ সারেননি নমো৷ নিয়ে গিয়েছেন ভেট৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, কিংবা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সকলের জন্যেই দেশ থেকে উপহার নিয়ে গিয়েছেন তিনি। জি২০ সম্মেলন শেষের আগে সেই উপহার তুলে দিয়েছেন বিশ্বনেতাদের হাতে। কিন্তু কী সেই উপহার? বলাবাহুল্য, এই উপহারের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতীয় সংস্কৃতি৷ উপহার পেয়ে খুশি রাষ্ট্রনেতারাও। কোন দেশের রাষ্ট্রপ্রধানকে কী উপহার দিলেন? এই উপহারগুলির তাৎপর্যই বা কী?
আরও পড়ুন- কেন খুন শ্রদ্ধাকে? অপলক চোখে পুলিশি জেরায় হাড়হিম সত্যি উগড়ে দিল আফতাব
উল্লেখ্য বিষয় হল, জি২০ সম্মেলনের এই উপহারেও গুজরাট-হিমাচল বিধানসভা নির্বাচনের ছায়া। বিশ্বনেতাদের হাতে এই দুই রাজ্যের তৈরি শিল্পই উপহার দিয়েছেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হিমাচলপ্রদেশের কাংরা জেলার তৈরি একটি অপূর্ব পেন্টিং উপহার দিয়েছেন নমো। যে ছবির থিম হল ‘ভালোবাসা’। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনকের হাতে তিনি তুলে দিয়েছেন গুজরাটের যাযাবর সম্প্রদায়ের তৈরি একটি টেক্সটাইল পিস। স্থানীয়দের কাছে এটি ‘মাতা নি পেচেদি’ নামে পরিচিত। ভারতীয় সংস্কৃতির সাক্ষ্য বহনকারী এই উপহার পেয়ে বেজায় খুশি তিনি।
এছাড়াও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একটি ‘পাতান পটোলা স্কার্ফ’ উপহার দিয়েছেন নমো। এই রঙিন ওড়নাটি নিজেদের হাতে সযত্নে তৈরি করেছে গুজরাটের উত্তরভাগের বাসিন্দারা৷ সুরাটে তৈরি কাঠের বাক্স ‘সদেলি বক্স’-এর মধ্যে ভরে এই ওড়না উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে ১১ খ্রীষ্টপূর্বাদ্ধে পাতানের রানির ব্যবহৃত স্কার্ফে যে মুক্ত খোদাই করা ছিল, সেটাই ব্যবহার করা হয়েছে ইটালির প্রধানমন্ত্রীকে দেওয়া ইক্কত স্কার্ফে। পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে একটি কিন্নোরি শাল উপহার দিয়েছেন মোদী। মধ্য এশিয়া এবং তিব্বতের সংস্কৃতির মিশেলে তৈরি হয়েছে এই শাল। এছাড়াও সুরাটে তৈরি একটি রুপোর বাটিও তাঁকে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী৷
এখানেই শেষ নয়৷ ফ্রান্স, জার্মানি এবং সিঙ্গাপুরের রাষ্ট্রপ্রধানদের উপহার হিসেবে কচ্ছের তৈরি বাটি তুলে দিয়েছেন মোদী। এই বাটিতে খোদাই করা রয়েছে রাজাপালা এবং রত্নপাল নদীবক্ষ থেকে পাওয়া অদ্ভূত সুন্দর মণিমুক্ত ও পাথর। এছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে গুজরাটের ছোটা উদয়পুরের রথওয়া অঞ্চলের শিল্পীদের তৈরি পিথোরা পেন্টিং উপহার স্বরূপ দেওয়া হয়েছে৷ এটি সাঁওতালি আর্ট ওয়ার্ক। এই ছবিতে ওই অঞ্চলের আর্থ সামাজিক, সাংস্কৃতিক এবং পৌরানিক বিশ্বাসকে তুলে ধরা হয়েছে৷ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাচেকে উপহার হিসাবে দিয়েছেন একটি পিতলের সেট। মূলত এটি হিমাচলের কুলু ও মান্ডিতে পাওয়া যায়। সেখানে বাদ্যযন্ত্র হিসাবে এটি ব্যবহৃত হয়৷
এবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে গুজরাতের সুরতের রুপোর বিশেষ একটি বাসন ও হিমাচল প্রদেশের কিন্নরের শাল উপহার দেওয়া হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>