‘মণিপুরের ঘটনা সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক’, বাদল অধিবেশনের আগে বললেন মোদী

‘মণিপুরের ঘটনা সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক’, বাদল অধিবেশনের আগে বললেন মোদী

নয়াদিল্লি: আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন৷ অধিবেশন শুরুর আগে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মণিপুরে দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের পক্ষে লজ্জার। ওই ঘটনা দেশের ১৪০ কোটি মানুষের মাথা নীচু করে দিয়েছে।’’ তাৎপর্যপূর্ণ বিষয় হল, মণিপুরের পাশাপাশি এদিন রাজস্থান এবং ছত্তীসগঢ়ের আইনশৃঙ্খলা নিয়েও সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দেন নমো।একই সঙ্গে, সংসদের কাজের সময়ের নষ্ট না করার জন্য বিরোধীদের কাছে আবেদন জানান। তিনি বলেন, ‘‘আশা করব আমাদের সরকারের জনমুখী বিলগুলি সাংসদেরা সমর্থন করবেন।’’

মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বিতর্কের ঝড়। অধিকাংশ বিরোধী দলই বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার দাবিতে সুর চড়িয়েছে৷ পাশাপাশি, এও প্রশ্ন উঠেছে দীর্ঘ আড়াই মাস ধরে হিংসায় জর্জরিত মণিপুর৷ অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরব কেন? এই উত্তেজনার আবহেই বৃহস্পতিবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মণিপুরের ঘটনার তীব্র নিন্দা করেন৷ তিনি বলেন, কোনও অপরাধীকে ক্ষমা করা হবে না৷ একের পর এক আইনি পদক্ষেপ করা হবে৷  

সেই সঙ্গে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর রাজ্যের আইন ব্যবস্থা আরও মজবুত করার আর্জি জানান নমো৷ যাতে মা-বোনেদের সম্ভ্রমে আঁচ আসতে না পারে৷ তিনি বলেন, রাজস্থান, ছত্তিসগঢ় হোক বা মণিপুর, দেশের কোনও প্রান্তে যে কোনও রাজ্য সরকারে রাজনীতির বাদবিবাদের উর্ধ্বে উঠে আইন ব্যবস্থা মহাত্ম্য প্রতিষ্ঠা, নারীর সম্মানকে নিশ্চিত করবে৷ 

এদিন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, ‘‘মণিপুরে গত ৭৮ দিন ধরে হিংসা চলছে। কেন্দ্র এবং সে রাজ্যের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ। প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে রয়েছেন।’’ তিনি আরও জানান, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধীরা সংসদে সরব হবেন৷ পাশাপাশি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের হার বৃদ্ধির মতো বিষয়গুলি নিয়েও আলোচনার দাবি জানানো হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =