narendra modi
কলকাতা: লোকসভা ভোটের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যাস্ত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ফলে সংসদে তাঁর আসন এখন ফাঁকা। এই সেই ফাঁকেই সোনিয়া-পুচ্রকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন রাষ্ট্রপতির জবাবী ভাষণে প্রধানমন্ত্রী বলেন,“কংগ্রেস পার্টির যুবরাজকে স্টার্ট আপ করে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু উনি যে নন স্টার্টার।” মোদীর মুখে একথা শুনতেই হেসে ফেলেন বিজেপি মন্ত্রী-সাংসদরা৷ বেশ উৎফুল্ল হয়ে ওঠেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। সরাসরি রাহুলের নাম না নিয়েই এর পর প্রধানমন্ত্রী বলেন, ‘ও লঞ্চও হচ্ছে না, লিফ্টও হচ্ছে না।’ এ কথা বলে নিজেই হেসে ফেলেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলেরা নেতার সম্পর্কে প্রধানমন্ত্রীর চটুল মন্তব্যে তাঁর রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের মুখপাত্র পবন খেরা বলেন, উনি ক্যারিকেচার করতে পটু৷ এটা নতুন কিছু নয়।
গত সোমবারও লোকসভায় রাহুল গান্ধীকে নিশানা করেছিলেন নমো৷ বলেছিলেন, “একই প্রোডাক্ট বার বার লঞ্চ করতে গিয়ে কংগ্রেসের দোকানে তালা ঝোলার উপক্রম হয়েছে”।