না আছে গাড়ি, না বাড়ি! কত সম্পত্তির মালিক প্রধানমন্ত্রী?

নয়াদিল্লি: ‘ফকির রাজা’! তিনি দেশের সর্বময় কর্তা৷ যাঁর এত ক্ষমতা, তাঁর কাছে না আছে বাড়ি, না আছে গাড়ি! তিনি অবশ্য নিজেকে বারবার ‘ফকির’ বলেই দাবি…

নরেন্দ্র মোদী

নয়াদিল্লি: ‘ফকির রাজা’! তিনি দেশের সর্বময় কর্তা৷ যাঁর এত ক্ষমতা, তাঁর কাছে না আছে বাড়ি, না আছে গাড়ি! তিনি অবশ্য নিজেকে বারবার ‘ফকির’ বলেই দাবি করে এসেছেন৷ যার পরিবার নেই৷ পিছুটানও নেই৷  তিনি আর কেউ নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জানেন তাঁর সম্পত্তি কত?

মঙ্গলবার বারাণসী কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন নমো৷ তাঁর হলফনামা থেকে প্রকাশ্যে এসেছে তাঁর সম্পত্তির খতিয়ান। জানা গিয়েছে, নরেন্দ্র মোদীর গাড়ি, বাড়ি কিছুই নেই। তবে অর্থ কিছু কম নেই৷ বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি।

 

হলফনামা অনুযায়ী, গাড়ি, বাড়ি বা নিজের জমি কিছুই নেই প্রধানমন্ত্রীর৷ তবে তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকার কিছু বেশি। প্রধানমন্ত্রীর হাতে নগদ রয়েছে ৫২ হাজার ৯২০ টাকা। গান্ধীনগর ও বারাণসীর দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর৷ সেখানে জমা রয়েছে ৮০ হাজার ৩০৪ টাকা। তবে স্টেট ব্যাঙ্কে ২.৮৬ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে প্রধানমন্ত্রীর৷  অস্থাবর সম্পত্তির তালিকায় রয়েছে ৯.১২ লক্ষ টাকার একটি বিনিয়োগ৷ এছাড়াও চারটি সোনার আংটি রয়েছে নমোর। যার ওজন ৪৫ গ্রাম। বাজার মূল্য ২ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা। ২০২৩-২০২৪ অর্থবর্ষে তিনি আয়কর দিয়েছেন- ৩ লক্ষ ৩৩ হাজার ১৭৯ টাকা (SBI ব্যাঙ্কে+PM0)৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *