নয়াদিল্লি: মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিনিপ রাওয়াত৷ তাঁর ছেড়ে যাওয়া চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ তিন বাহিনীর প্রধানদের মধ্যে নারাভানেই সবচেয়ে সিনিয়র৷ তাই তাঁর হাতেই সঁপা হল এই কমিটির দায়িত্ব৷
আরও পড়ুন- মুখে কাপড় গুঁজে স্লোগান থামাল পুলিশ! মুখ্যমন্ত্রীর সভা ঘিরে শিক্ষক-পুলিশ খণ্ডযুদ্ধে তুলকালাম
সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতই আমৃত্যু চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন৷ ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় সিডিএস-এর মৃত্যুর পর এই পদটি ফাঁকা হয়ে যায়৷ সিনিয়রিটির দিক থেকে বুধবার এই পদে বসলেন নারাভানে৷ সেনাপ্রধান ছাড়াও এই কমিটিতে রয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল জেনারেল আর হরি কুমার৷
সংশ্লিষ্ট মহলের মতে, চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদে নিয়োগের মধ্যে দিয়েই পরবর্তী সিডিএস নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেল৷ আগামী দিনে হয়ত সেনা প্রধান নারাভানেকেই পরবর্তী সিডিএস হিসাবে বেছে নেওয়া হবে৷ সেনা সর্বাধিনায়কের পদে বসার দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিই৷ যদিও এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীর পছন্দ৷ তিনি যাঁকে বেছে নেবেন, তিনিই হবেন ভারতের পরবর্তী সিডিএস৷ সেক্ষেত্রে তিন বাহিনীর প্রধানের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়াটাই স্বাভাবিক৷ এক্ষেত্রে নিশ্চিত ভাবেই দক্ষতা ও অভিজ্ঞতা প্রধান বিবেচ্য হবে৷
২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে সেনা প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন নারাভানে৷ শক্ত হাতেই শত্রু দমন করছেন তিনি৷ সেদিন থেকে দেখলে আড়াইমাস আগে দায়িত্ব নিয়েছেন বায়ুসেনা প্রধান বিবেকরাম চৌধুরী৷ আর মাত্র দুই সপ্তাহ আগে নৌসেনা প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন আর হরি৷