nandini chakraborty
কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন তিনি৷ সেই পদ থেকে তাঁকে সরানোর পর নন্দিনী চক্রবর্তীকে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব হিসাবে ঘোষণা করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের ইতিহাসে তিনি দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্র সচিব। লোকসভা ভোটের আগে এই দুঁদে আমলার হাতেই তুলে দেওয়া হল গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব।
এর আগে স্বরাষ্ট্র সচিব পদে ছিলেন বিপি গোপালিক। রবিবারই তাঁর পদোন্নতি হয় এবং তিনি রাজ্যের মুখ্যসচিব পদে দায়িত্ব নেনে। তাঁর ছেড়ে যাওয়া স্বরাষ্ট্রসচিব পদেই নিয়োগ করা হয় নন্দিনীকে। রাজভবনের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পর পর্যটন দফরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন নন্দিনী৷ সেইসঙ্গে মেদিনীপুর ডিভিশনের কমিশনারের দায়িত্বও ছিল তাঁর কাঁধে৷