anubrata mondal
কলকাতা: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল৷ নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টপাধ্যায় গ্রেফতার হওয়া পর তাঁকে দল থেকে ছেঁটে ফেলেছিল তৃণমূল৷ তবে অনুব্রতের ক্ষেত্রে তেমনটা হয়নি৷ কেষ্টর জেলযাত্রার পরও তাঁর পাশেই থেকেই তৃণমূল৷ অনুব্রতকে নিয়ে কেউ সোচ্চার না হলেও, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি৷ তবে তৃণমূলের জেলা সংগঠনে ভোটের মুখে দেখা দিল ব্যাপক পরিবর্তন। বিভিন্ন জেলায় দলের জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সন পদে বদল এনেছে শাসক শিবির। বীরভূমের অবস্থা কেমন? তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে৷ কারণ, বীরভূমের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব সামলানো অনুব্রত এখন তিহাড় জেলে বন্দি। এমতাবস্থায় নতুন তালিকায় বীরভূম জেলা সভাপতির নামের পাশে কোনও ব্যক্তিবিশেষের নামই রাখা হল না৷ বরং জেলা সভাপতির পাশে লেখা হল ‘কোর কমিটি টু কমিটি’।