নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখত আরও এক দফায় জরুরি নির্দেশিকা প্রকাশ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর কর্তৃপক্ষ৷ করোনা আক্রান্তের পরিবারের সদস্যদের ক্ষেত্রে কোনও উপসর্গ না থাকলেও করোন পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফে৷
আজ বিকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের তরফে জানানো হয়েছে, বিদেশ থেকে ফিরলেই বাধ্যতামূলকভাবে থাকতেই হবে কোয়ারেন্টিনে৷ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেই করতে হবে করোনা টেস্ট৷ আক্রান্তের সংস্পর্শে থাকলে দু’বার করতে হবে করোনা পরীক্ষা৷ কোনও উপসর্গ না থাকলেও দু’বার করোনা পরীক্ষা করানোর বার্তা দেওয়া হয়েছে৷ নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট থাকলেই করাতে হবে করোনা পরীক্ষা৷ বিদেশ ফেরত হলে ১৪ দিনের জন্য বাধ্যতামূলক ভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে৷ আক্রান্তের সংস্পর্শে এলেই অন্ততপক্ষে দু'বার করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা৷
একইসঙ্গে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশ উপেক্ষা করে বিদেশ ফেরত কোনও ব্যক্তি যত্রতত্র ঘুরে বেড়ালে জেল-জরিমানা দুটোই হবে৷ বিদেশ থেকে ফিরলে বাধ্যতামূলক ভাবে থাকতে হবে গৃহবন্দি৷ বিদেশ ফেরত ব্যক্তিদের খামখেয়ালি মনোভাব রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশ থেকে আসা পর পর কোন ব্যক্তি গৃহবন্দি ভেঙে যদি ঘোরাফেরা করেন, তাহলে তাঁকে ৬ মাস পর্যন্ত জেল ও জরিমানা করা হবে৷ ৬ মাসের জেল ও ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে৷ করোনা রুখতে এই বিধি পালনে রাজ্যগুলির সদর্থক ভূমিকা নিতেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে৷
অন্যদিকে, বালিগঞ্জে করোনা আক্রান্তের পরিবারের আরও দু’জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে৷ নাইসেডের করোনা পরীক্ষার যন্ত্র বিকল হয়ে গিয়েছে বলে সূত্রের খবর৷ তড়িঘড়ি যন্ত্রের ত্রুটি কাটানোর ব্যবস্থা করা হচ্ছে৷