ট্যুইটারের নতুন সিইও-র খোঁজ পেলেন মাস্ক, জানালেন ট্যুইট করেই

ট্যুইটারের নতুন সিইও-র খোঁজ পেলেন মাস্ক, জানালেন ট্যুইট করেই

নিউ ইয়র্ক: ট্যুইটারের জন্য নতুন সিইও অবশেষে খুঁজে পেলেন অলন মাস্ক। ট্যুইট করে নিজেই জানালেন। ট্যুইটারে এলন মাস্ক জানান, সিইও পদ থেকে তিনি সরে যাচ্ছেন। তাঁর জায়গায় নতুন মুখ হিসেবে যিনি আসবেন তাঁরক নাম লিন্ডা ইয়াকারিনো। বর্তমানে NBC Universal – এর এক্সিকিউটিভ। তাঁর নাম  নিয়েই ট্যুইট করেছেন এলন মাস্ক। তবে ট্যুইটার থেকে কোনওভাবেই সরে যাচ্ছেন না এলন মাস্ক। ট্যুইটারে তিনি জানিয়েছেন- ছয় সপ্তাহের মধ্যে ট্যুইটারের নতুন সিইও তাঁর দায়িত্ব নেবেন। এলন মাস্ক ট্যুইটারের চিফ টেকনোলজিস্টের ভূমিকা পালন করবেন। তবে নজর কারার মতো বিষয় হল এলন মাস্ক ট্যুইটারে লিন্ডার নাম নেননি। এমনকি লিন্ডার তরফেও সেভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। NBC Universal এর তরফেও জানানো হয়েছে, লিন্ডা সংস্থারই একটি কাজে ব্যস্ত। 

গত বছর অক্টোবর মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মাইক্রোব্লগিং সাইট কিনেছিলেন মাস্ক। জানিয়েছিলেন, যতদিন না সঠিক সিইও ট্যুইটার পাচ্ছে ততদিন তিনিই দায়িত্ব সামলাবেন। যদিও মাস্ক দায়িত্ব নেওয়ার পর ট্যুইটার কর্মী ছাটাই হয়েছে ব্যাপক হারে। হাজার হাজার কর্মী ছাটাইয়ের পর এলন মাস্কের জনপ্রিয়তা অনেকটাই হারিয়ে যায়। গত ডিসেম্বরেই এলন মাস্ক ট্যুইটার ফলোয়ারদের কাছে প্রশ্ন রাখেন, তাঁর কি ট্যুইটারের সিইও পদ থেকে সরে যাওয়া উচিত। সেকানে ৫০ শতাংশের বেশি মানুষ হ্যা বলেছিলেন। আপাতত নতুন সিইও-র অপেক্ষায় ট্যুইটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *