কলকাতা: প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী পঙ্কজ উদাস। সোমবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৭২ বছর৷ দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ৷ শিল্পীর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উদাস। ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস ২৬ ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সোমবার সকালে তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন।’’’ শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।
১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে জন্ম গ্রহণ করেন পঙ্কজ উদাস। বাবা কেশুভাই উদাস ও মা জিতুবেন উদাস৷ তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন সবচেয়ে ছোট। পরিবারসূত্রেই গানের জগতের সঙ্গে পরিচয়৷ সঙ্গীতের প্রতি সন্তানদের উৎসাহ দেখে কেশুভাই তাঁদের রাজকোটের সঙ্গীত অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। মূলত গজল শিল্পী হিসাবেই ভারতীয় সঙ্গীতজগতে ছাপ ফেলেছিলেন পঙ্কজ৷ তবে আটের দশকে একের পর এক হিন্দি ছবিতে প্লেব্যাক করে মন জিতে নিয়েছিলেন শ্রোতাদের৷ সঞ্জয় দত্ত অভিনীত নাম ছবিতে ”চিঠঠি আই হ্যায়’ গান তাঁকে পরিচিতি এনে দেয়৷