সাত-সকালেই রাস্তায় ‘মুন্নি’! ছড়িয়ে দিলেন বসন্তের উত্তাপ! দেখুন ছবি

সাত-সকালেই রাস্তায় ‘মুন্নি’! ছড়িয়ে দিলেন বসন্তের উত্তাপ! দেখুন ছবি

 

ফ্যাশন সেন্সের জন্য বলিউডের বহুল চর্চিত নায়িকা হিসেবে বরাবর খ্যাত ‘দাবাং’য়ের ‘মুন্নি’ মালাইকা আরোরা। তবে তার আরো একটি সুখ্যাতি রয়েছে ছবি-মহলে; আর সেটি হল স্বাস্থ্যসচেতন হওয়া। মালাইকা বরাবর নিজের শরীর ও স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত সচেতন একজন নায়িকা। এমনকি টর ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যায়, মালাইকা নাকি বছরের খুব কম দিন নিজের ফিটনেস হাবে অনুপস্থিত থাকেন। পাশাপাশি জিম থেকে যোগা- সবেতেই নিয়মিত এই নায়িকা। 

তার স্বাস্থ্য সচেতনতার এমনই নিদর্শন দেখা গেল মো গোলবার সকালে, যখন মালাইকা সাতসকালেই মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়লেন মর্নিং ওয়াকে। এদিন সকাল ৯ টা নাগাদ নিজের টিমের কয়েকজনকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে দেখা গেল বলিউডের এই ‘হট’ নায়িকাকে।

জানা গেছে, এদিন মালাইকা তার বান্দ্রার বাড়ি থেকে হেঁটে সেন্ট মেরি চার্চ অব্দি গিয়ে সেখানে কার্ডিও এক্সারসাইজ করেন এবং তখন তার পরনে ছিল ফুল স্লিভ জ্যাকেট, শর্টস এবং স্পোর্টস শু। 

উল্লেখ্য, বলিউডের এই অভিনেত্রী নিজের বাড়ির বা সম্পর্কের বিষয়, সবকিছুতেই বেশ সাবলীল। সম্প্রতি বয়ফ্রেন্ড অর্জুন কাপুরকে নিয়ে একটি খোলা রেস্টুরেন্টে দেখা গিয়েছিল তাকে।

পাশাপাশি, বেশ কয়েকদিন আগে বয়ফ্রেন্ড অর্জুন কাপুরকে নিয়ে বন্ধু করিনা কাপুর খান এবং তার পতৌদি পরিবারের সঙ্গেও সময় কাটিয়েছেন মালাইকা। সূত্রের খবর মালাইকা আরোরা, সইফ আলী খান এবং ইয়াম্মি গৌতমের পরবর্তী ছবি ‘ভুত-পুলিশ’ আসছে চলতি বছরেই। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 4 =