কলকাতা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে দ্রুত শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য। সেই মামলা গেল উচ্চ আদালতের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে৷ বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্হাব রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি পাঠিয়ে দিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আগামী সোমবার হবে শুনানি।
পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু, সেই আবেদন খারিজ করে পুরনো নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিন্হা । এর পর সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। শুক্রবার হাই কোর্টের দু’টি ডিভিশন বেঞ্চে ধাক্কা খায় পুর মামলা৷ আবেদনটি ফেরত পাঠানো হয় প্রধান বিচারপতির এজলাসে।
শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনতে রাজি হয়নি৷ হাই কোর্ট জানায়, মামলাটি এই দুই বেঞ্চের বিচার্য বিষয়ের তালিকাতেই নেই। তাই এই বেঞ্চে এই মামলার শুনানি সম্ভব নয়। দুই ডিভিশন বেঞ্চ এই মামলাটি ছেড়ে দেওয়ায় তা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে চলে যায়। মামলায় দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দফতরে চিঠি পাঠায় রাজ্য। এদিকে, শনি এবং রবিবার আদালত বন্ধ থাকবে। সোমবার থেকে শুরু হাই কোর্টের গ্রীষ্মাবকাশ। ফলে রাজ্যের আবেদন এ বার শুনবে অবকাশকালীন ডিভিশন বেঞ্চ।