মেয়াদ শেষের পথে বাংলার আরও ৯২টি পুরসভা, বসবে প্রশাসক?

মেয়াদ শেষের পথে বাংলার আরও ৯২টি পুরসভা, বসবে প্রশাসক?

কলকাতা: করোনার কোপে পিছিয়ে গিয়েছে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন৷ কিন্তু, ভোট পিছিয়ে গেলেও আগামী মে মাসে কলকাতা সহ ৮৬টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে৷  জুন মাসেও আরও ৬টি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা৷ কিন্তু, মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরসভাগুলির ভবিষ্যৎ কী? ফের বসানো হবে প্রশাসক?

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ক্ষেত্রে প্রশাসক বসানো নিয়ে আইনি জটিলতা থাকলেও বাকি ৯১টি পুরসভার ক্ষেত্রে সেই জটিলতা নেই৷ ফলে, কোনও বাধা ছাড়াই ওই পুরসভার মাথায় প্রশাসক বসতে চলেছে বলে পাওয়া গিয়েছে ইঙ্গিত৷

সাধারণত সংশ্লিষ্ট পুরসভায় প্রশাসক হিবাসে দায়িত্ব দেওয়া হয়ে থাকে মহকুমা শাসককে৷ মহকুমা শাসককে ওই পদে নিয়োগ করে রাজ্য পুরদপ্তর৷ ইতিমধ্যে হাওড়া সহ ১৭টি পুরসভার মাথায় প্রশাসক বসানো হয়েছে৷ ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে চলছে সেই প্রক্রিয়া৷ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট ১৯৯৩, ২৬ নম্বর ধারায় সাফ বলা আছে, পুরসভার প্রথম বোর্ড মিটিংয়ের পাঁচ বছর পূর্তির আগে নির্বাচনের মাধ্যমে নতুন পুরবোর্ড তৈরি করতে হবে৷ আর তা না হলেই প্রশাসক বসানো হবে৷ সেই ধারা মেনে এখন অধিকাংশ পুরসভার মাথায় রয়েছে প্রশাসক৷

আগামী মে ও জুন মিলিয়ে শেষ হতে চলেছে ৯২টি পুরসভার মেয়াদ৷ ১৬ অক্টোবর বিধাননগর পুরনিগম ও আসানসোল পুরনিগমের মেয়াদ শেষ হওয়ার কথা৷ আগেই ১৭টি পুরসভার মেয়াদ শেষে প্রশাসক বসেছে৷ ১১০টি পুরসভার মধ্যে আপাত ১০২টি পুরসভায় ভোট কবে হবে, তার উত্তর এখনও অধরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =